রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন যাত্রীদের কাছে আরও সহজলভ্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনার যাত্রীদের শালিমারে যেতে সমস্যা হত৷ সময় পৌঁছতে না পারার জন্য ট্রেন মিস করার ঘটনাও ঘটেছে ৷ এমতাবস্থায় ফের হাওড়া স্টেশন থেকেই এই দুটি ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হল৷
advertisement
করমণ্ডল এক্সপ্রেসআপ (হাওড়া → চেন্নাই): আগের সময়: শালিমার থেকে দুপুর ৩’টে ১৫ মিনিট নতুন সময়: হাওড়া থেকে দুপুর ৩’টে ১০ মিনিট ডাউন (চেন্নাই → হাওড়া): আগের সময়: শালিমারে সকাল ১১’টা ৫ মিনিট নতুন সময়: হাওড়ায় সকাল ১১’টাধৌলি এক্সপ্রেসআপ (হাওড়া → পুরী): আগের সময়: শালিমার থেকে সকাল ৯’টা ১৫ মিনিট নতুন সময়: হাওড়া থেকে সকাল ৯’টা ১০ মিনিট ডাউন (পুরী → হাওড়া): আগের সময়: শালিমারে সন্ধ্যা ৭’টা ২৫ মিনিট নতুন সময়: হাওড়ায় সন্ধ্যা ৭’টা ৩০ মিনিটহাওড়া স্টেশনের ওপর থেকে চাপ কমাতে একাধিক ট্রেনকে দক্ষিণ পূর্ব রেলের শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে পাঠানো হয়।
সেই কারণে ওই দুই স্টেশনের পরিকাঠামোতে বদল আনা হয়। কিন্তু যাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের মতই দুই ট্রেন করমন্ডল ও ধৌলি এক্সপ্রেস ছাড়বে হাওড়া থেকে শালিমারের বদলে। তবে নিত্যযাত্রীদের আশঙ্কা এর ফলে হাওড়া থেকে ট্রেন চলাচলে সময় লাগবে।