বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ৩টে ২০ মিনিটে। কিন্তু ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই খারাপ হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূল যন্ত্র। যাত্রীরা জানান, এদিন করমণ্ডল এক্সপ্রেস চালুর সময়ও বাতানুকুল কামরার এসি বন্ধ ছিল। কিছুক্ষণ পর এসি চলতে শুরু করলেও সাঁতরাগাছি স্টেশনে এসে তা ফের বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: কুন্তলের থেকে মিলেছিল সূত্র, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে হানা সিবিআই-এর!
যাত্রীদের তরফে অভিযোগ করা হয়, সাঁতরাগাছি স্টেশনে পৌছনোর পরই বি১, বি২ ও বি৩ কামরা এসি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর বি১ ও বি২ কামরার এসি স্বাভাবিকভাবে চলতে শুরু করলেও বি৩ কামরার এসি সম্পূর্ণ বন্ধ ছিল। তীব্র গরমে এসি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। চারদিক বন্ধ কামরায় গরমে হাসফাঁস অবস্থা হয় এত যাত্রীর।
আরও পড়ুন: শুধু পুরসভাতেই নয়, এমন এক জায়গায় হানা দিল সিবিআই! বদলে যেতে পারে ‘সব’ কিছু
যদিও এ নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি বলেন, ”এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। এমন যদি হয়ে থাকে, নিশ্চয়ই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।”