TRENDING:

Coromandel Express: নতুন করে যাত্রা শুরুর দিনই ফের করমণ্ডলে 'বিপর্যয়', হাসফাঁস অবস্থা যাত্রীদের! কী এমন ঘটল?

Last Updated:

Coromandel Express: বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ৩টে ২০ মিনিটে। কিন্তু ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই খারাপ হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূল যন্ত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এক সপ্তাহও কাটেনি। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালাসোরে ওই দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে ২৭৫ জনের। সেই ঘটনার পর বুধবার ফের নতুন করে যাত্রা শুরু করল করমণ্ডল। কিন্তু কিছুতেই যেন ফাঁড়া কাটতে চাইছে না করমণ্ডলের। বিধ্বংসী সেই দুর্ঘটনার পাঁচদিনের মাথায় বুধবার যাত্রা শুরুর পর ফের বিপত্তির মুখে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। এদিন, শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে যায়।
করমণ্ডলে ফের সমস্যা!
করমণ্ডলে ফের সমস্যা!
advertisement

বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ৩টে ২০ মিনিটে। কিন্তু ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই খারাপ হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূল যন্ত্র। যাত্রীরা জানান, এদিন করমণ্ডল এক্সপ্রেস চালুর সময়ও বাতানুকুল কামরার এসি বন্ধ ছিল। কিছুক্ষণ পর এসি চলতে শুরু করলেও সাঁতরাগাছি স্টেশনে এসে তা ফের বন্ধ হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: কুন্তলের থেকে মিলেছিল সূত্র, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে হানা সিবিআই-এর!

যাত্রীদের তরফে অভিযোগ করা হয়, সাঁতরাগাছি স্টেশনে পৌছনোর পরই বি১, বি২ ও বি৩ কামরা এসি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর বি১ ও বি২ কামরার এসি স্বাভাবিকভাবে চলতে শুরু করলেও বি৩ কামরার এসি সম্পূর্ণ বন্ধ ছিল। তীব্র গরমে এসি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। চারদিক বন্ধ কামরায় গরমে হাসফাঁস অবস্থা হয় এত যাত্রীর।

advertisement

আরও পড়ুন: শুধু পুরসভাতেই নয়, এমন এক জায়গায় হানা দিল সিবিআই! বদলে যেতে পারে ‘সব’ কিছু

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যদিও এ নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি বলেন, ”এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। এমন যদি হয়ে থাকে, নিশ্চয়ই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express: নতুন করে যাত্রা শুরুর দিনই ফের করমণ্ডলে 'বিপর্যয়', হাসফাঁস অবস্থা যাত্রীদের! কী এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল