TRENDING:

BJP West Bengal: দায়িত্ব পেয়েও বৈঠকে নেই অর্জুন- রাজু! পুরভোটে কী হবে, বিভ্রান্তি বিজেপি-তে

Last Updated:

এ দিন হেস্টিংসে বিজেপি-র দফতরে কলকাতা পুরসভার নির্বাচনের পরিচালনা এবং দায়িত্ব বণ্টন সংক্রান্ত বৈঠক ছিল (KMC elections 2021৷ BJP West Bengal)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূল কংগ্রেস তো বটেই, প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাম- কংগ্রেসও (KMC Elections 2021)৷ সেখানে কলকাতা পুরভোট নিয়ে বিজেপি-র প্রস্তুতি বৈঠকেই গরহাজির দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতা অর্জুন সিং (Arjun Singh) ও রাজু বন্দ্যোপাধ্যায়৷ যে ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-র অন্দরেই প্রশ্ন উঠছে৷
পুরভোটের প্রস্তুতি বৈঠকে অনুপস্থিত অর্জুন সিং৷
পুরভোটের প্রস্তুতি বৈঠকে অনুপস্থিত অর্জুন সিং৷
advertisement

দুই নেতারই অবশ্য দাবি, তাঁরা নাকি বৈঠকের কথাই জানতেন না৷ আর বিজেপি-র (BJP West Bengal) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সময়মতো সবাই নিজের দায়িত্ব পালন করবেন৷ সব দেখেশুনে বৈঠকে উপস্থিত দলের নিচুতলার নেতাদের প্রশ্ন, প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রেই দল চার নম্বরে চলে গেল৷ সেখানে কবে প্রার্থী ঘোষণা হবে, কবে দলের নেতারা প্রচারে নামবেন আর কবেই বা ভোটের রণনীতি ঠিক হবে? সবমিলিয়ে চূড়ান্ত বিভ্রান্তি গেরুয়া শিবিরের অন্দরে৷

advertisement

আরও পড়ুন: জোড়া ফুলের প্রার্থী প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে

এ দিন হেস্টিংসে বিজেপি-র দফতরে কলকাতা পুরসভার নির্বাচনের পরিচালনা এবং দায়িত্ব বণ্টন সংক্রান্ত বৈঠক ছিল৷ মূল উদ্দেশ্য ছিল ভোটের সময় কে কোন বরোর দায়িত্ব সামলাবে, কে কোন বুথ কমিটির দায়িত্ব থাকবে, তা ঠিক করে দেওয়াই বৈঠকের উদ্দেশ্য ছিল৷ অথচ সেই বৈঠকেই কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত তিন নেতার মধ্যে সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে বাদ দিয়ে বাকি দুই নেতা অর্জুন সিং বা রাজু বন্দ্যোপাাধ্যায় উপস্থিত ছিলেন না৷

advertisement

কলকাতার পুরসভা নির্বাচন সংক্রান্ত বৈঠকে মূল বক্তা ছিলেন অমিত মালব্য৷ কিন্তু কেন্দ্রীয় ওই নেতার দেড় ঘণ্টার দীর্ঘ বক্তব্য শোনার পর হতাশা অধিকাংশ নেতা, কর্মীরা৷ কারণ তাঁদের অভিযোগ, অমিত মালব্য যা যা করতে বলেছেন তা শুনতে ভাল লাগলেও বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই৷ অথচ এখন ঘরে বসে বক্তব্য না রেখেই ভোটের প্রস্ততিতে মাঠে নেমে পড়াই অনিবার্য বলে মনে করছেন দলের নিচু তলার নেতারা৷

advertisement

আরও পড়ুন: একঝাঁক তরুণ মুখ, তৃণমূলের প্রার্থী তালিকায় মন্ত্রী-বিধায়কদের সন্তানরাও

মুকুল রায় বিজেপি-তে আসার পর রাজ্যে দলের নির্বাচন কমিটির দায়িত্বে তিনিই মূলত থাকতেন৷ তার পর থেকেই এই দায়িত্ব পড়ছে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা৷ ভবানীপুর উপনির্বাচনের ক্ষেত্রে দায়িত্ব পড়েছিল অর্জুন সিং-এর উপরে৷ ব্যারাকপুরের সাংসদ তখন যথেষ্ট তৎপরই ছিলেন৷ কিন্তু পুরভোটের দায়িত্ব পাওয়ার পর তিনি অনেকটা নিষ্প্রভ বলেই দলের অন্দরের খবর৷ অর্জুন সিং দাবি করেছেন, এ দিনের বৈঠকের কথা তিনি জানতেনই না৷ দলীয় সূত্রে অবশ্য খবর, গতকালই অর্জুন সিং-এর এলাকা ব্যারাকপুরে তাঁরই বহু অনুগামী তৃণমূলে যোগ দিয়েছেন৷ পুরভোটের ঠিক আগে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অর্জুন সিং, রাজু বন্দ্যোপাধ্যায়দের অনুপস্থিতিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর দাবি, 'সময় মতো প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব পালন করবেন৷' আবার দলেরই নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'এ দিনের বৈঠকে ওঁদের আসার প্রয়োজন ছিল না, তাই ওঁদের ডাকা হয়নি৷' এ সবের মধ্যেই এখন বিজেপি-র অন্দরে প্রশ্ন, প্রার্থী তালিকা ঘোষণা হতে আর কতদিন লাগবে? তাঁদের আশঙ্কা, বিধানসভা নির্বাচনের মতোই পুরভোটেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের উপরে প্রার্থী তালিকা চাপিয়ে দিতে পারেন৷ সেক্ষেত্রে দলের অন্দরেই ফের একপ্রস্ত দোষারোপ, পাল্টা দোষারোপের পালা শুরু হবে বলেও আশঙ্কা করছেন বিজেপি-র নেতা কর্মীরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP West Bengal: দায়িত্ব পেয়েও বৈঠকে নেই অর্জুন- রাজু! পুরভোটে কী হবে, বিভ্রান্তি বিজেপি-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল