TRENDING:

Private School: ফি নিয়ে অভিযোগ, বেসরকারি স্কুলের রাশ টানতে এবার কমিশনের হস্তক্ষেপ... চালু হবে একাধিক গাইডলাইন

Last Updated:

বিভিন্ন সময় বেসরকারি স্কুলগুলো ফি বৃদ্ধি করে থাকে। যার প্রতিবাদে বিভিন্ন সময় বিক্ষোভ দেখান অভিভাবক-অভিভাবিকারা। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে এই কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবার কমিশন গঠন করল রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে এই কমিশন। যখন তখন স্কুলের বেতন বাড়ানো, একাধিক অভিযোগকে গুরুত্ব দেওয়া- পুরোটাই আসবে এই কমিশনের আওতায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য কমিশন গঠন বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছে। শীঘ্রই রাজ্যের তরফে কমিশনের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে। এই কমিশনের মাধ্যমে বেসরকারি স্কুলগুলির জন্য এবার একাধিক গাইডলাইন দিয়ে দেবে রাজ্য।
বেসরকারি স্কুল নিয়ে নতুন গাইডলাইন
বেসরকারি স্কুল নিয়ে নতুন গাইডলাইন
advertisement

বিভিন্ন সময় বেসরকারি স্কুলগুলো ফি বৃদ্ধি করে থাকে। যার প্রতিবাদে বিভিন্ন সময় বিক্ষোভ দেখান অভিভাবক-অভিভাবিকারা। শুধু তাই নয়, রাজ্য সরকার বা রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা বিভিন্ন সময় কার্যকরী করা হয় না বলে অভিযোগ উঠেছে। মূলত বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্যই এই কমিশন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান হবেন। তবে এই কমিশনের বেসরকারি স্কুলগুলিরও প্রতিনিধি থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এবার থেকে স্কুলে স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ রাজ্যের শিক্ষানীতি অনুমোদিত হয়। সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। শুধু তাই নয়, তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি বা কার্যকরিতা বেশি সেই অঞ্চলে সেই ভাষা পড়া যাবে। তা হিন্দিও হতে পারে, সাঁওতালিও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতেও বাংলা ভাষা পড়াতেই হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Private School: ফি নিয়ে অভিযোগ, বেসরকারি স্কুলের রাশ টানতে এবার কমিশনের হস্তক্ষেপ... চালু হবে একাধিক গাইডলাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল