তৃণমূল নেতা কুণাল ঘোষের ট্যুইটের পরেই সিদ্ধান্ত বদল করা হয় বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আগামী রবিবার ২১ জুলাই তৃণমূলের জনসমাবেশ৷ ওইদিন ট্রেন বাতিল থাকলে অনেকে অসুবিধার মধ্যে পড়বেন বলে ট্যুইট করেছিলেন কুণাল৷
তারপরেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, জানিয়েছেন, “ব্লক বাতিল করা হচ্ছে। শিয়ালদহ ডিভিশন সাথে কথা হয়েছে। ব্লক তুলে নেওয়া হচ্ছে। তবে ওই দিন সাহায্যের জন্য আমাদের কাছে চিঠি আসেনি ওই রাজনৈতিক দলের থেকে। আমরা যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা থাকবে।”
advertisement
শনিবার ২০ জুলাই যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছিল রইল তার তালিকা-
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37557/ DN 37558
শিয়ালদহ–শান্তিপুর: আপ 31541/ DN 31540
শিয়ালদহ–রানাঘাট: আপ 31631/ DN 31636
কল্যাণী–সীমান্ত: ডাউন 31192
আরও পড়ুন: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ
রবিবার ২১ জুলাই বাতিল করা হয়েছিল
নৈহাটি-ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528
শিয়ালদহ–কৃষ্ণনগর: আপ 31811, 31813 / ডাউন 31812, 31814
শিয়ালদহ–শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516
শিয়ালদহ–রানাঘাট: আপ 31611 / ডাউন 31614
নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ 31191
শিয়ালদহ–কল্যাণী: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316
রানাঘাট–নৈহাটি: আপ 31711 /ডাউন 31712
এছাড়া, বলা হয়েছিল, ২০ জুলাই 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের শেষ স্টেশন কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন দেওয়া হবে। অন্যদিকে, ২১ জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে ছাড়বে নৈহাটি থেকে।