Oath Taking Ceremony: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ

Last Updated:

কিন্তু, সূত্রের খবর, শপথ নিয়ে যথাযথ উত্তর দিল না রাজভবন। সেই সংক্রান্ত কোনও জবাব রাজভবন থেকে আসেনি৷ উপরন্তু, চাওয়া হয়েছে সায়ন্তিকাদের শপথ সংক্রান্ত একগুচ্ছ জবাবদিহি৷  

কলকাতা: শপথগ্রহণ করানো হয়ে গিয়েছে গত ৫ জুলাই৷ কিন্তু, ১৯ জুলাইয়ে দাঁড়িয়েও সমাধান হল না সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ ঘিরে জটিলতা৷ এবার আবারও পাল্টা চিঠি চালাচালি হল রাজভবন এবং বিধানসভার মধ্যে৷ আগামী সোমবার বিধানসভার অধিবেশন শুরু৷
এর মধ্যেই পশ্চিমবঙ্গে চার বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপ নির্বাচন৷ ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে৷ সেই কারণে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ করানোর বিষয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল প্রশাসনের তরফে৷
কিন্তু, সূত্রের খবর, শপথ নিয়ে যথাযথ উত্তর দিল না রাজভবন। সেই সংক্রান্ত কোনও জবাব রাজভবন থেকে আসেনি৷ উপরন্তু, চাওয়া হয়েছে সায়ন্তিকাদের শপথ সংক্রান্ত একগুচ্ছ জবাবদিহি৷
advertisement
advertisement
আরও পড়ুন: রাজভবন কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে এবার মামলা শুরু? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
রাজভবনের তরফে আসা চিঠিতে জিজ্ঞাসা করা হয়েছে, বেশ কয়েকটি জিনিস৷ যেমন, ১) সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ কে করিয়েছেন?
২) রাজভবন উপাধ্যক্ষকে শপথ করাতে বলেছিল। সংবাদমাধ্যমে দেখা গিয়েছে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কি সঠিক?
advertisement
আরও পড়ুন: ফের বীভৎস ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ৬টি কামরা, মৃত ১
৩) বিধানসভায় অধ্যক্ষ শপথ করানো হোক, এটা বারবার বলা হচ্ছে? এর কারণ কী?
বিধানসভা সব প্রশ্নের জবাব দিয়েছে বলে সূত্রের খবর। আগামী সোমবার বিএ কমিটির বৈঠক৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে বিধানসভা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking Ceremony: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement