Oath Taking Ceremony: সায়ন্তিকা-রেয়াতের পরে সদ্য জয়ী চার বিধায়কের শপথ ঘিরেও ধোঁয়াশা, ফের শুরু চিঠির যুদ্ধ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কিন্তু, সূত্রের খবর, শপথ নিয়ে যথাযথ উত্তর দিল না রাজভবন। সেই সংক্রান্ত কোনও জবাব রাজভবন থেকে আসেনি৷ উপরন্তু, চাওয়া হয়েছে সায়ন্তিকাদের শপথ সংক্রান্ত একগুচ্ছ জবাবদিহি৷
কলকাতা: শপথগ্রহণ করানো হয়ে গিয়েছে গত ৫ জুলাই৷ কিন্তু, ১৯ জুলাইয়ে দাঁড়িয়েও সমাধান হল না সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ ঘিরে জটিলতা৷ এবার আবারও পাল্টা চিঠি চালাচালি হল রাজভবন এবং বিধানসভার মধ্যে৷ আগামী সোমবার বিধানসভার অধিবেশন শুরু৷
এর মধ্যেই পশ্চিমবঙ্গে চার বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপ নির্বাচন৷ ফলাফল ঘোষণাও হয়ে গিয়েছে৷ সেই কারণে জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ করানোর বিষয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল প্রশাসনের তরফে৷
কিন্তু, সূত্রের খবর, শপথ নিয়ে যথাযথ উত্তর দিল না রাজভবন। সেই সংক্রান্ত কোনও জবাব রাজভবন থেকে আসেনি৷ উপরন্তু, চাওয়া হয়েছে সায়ন্তিকাদের শপথ সংক্রান্ত একগুচ্ছ জবাবদিহি৷
advertisement
advertisement
আরও পড়ুন: রাজভবন কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে এবার মামলা শুরু? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
রাজভবনের তরফে আসা চিঠিতে জিজ্ঞাসা করা হয়েছে, বেশ কয়েকটি জিনিস৷ যেমন, ১) সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ কে করিয়েছেন?
২) রাজভবন উপাধ্যক্ষকে শপথ করাতে বলেছিল। সংবাদমাধ্যমে দেখা গিয়েছে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কি সঠিক?
advertisement
আরও পড়ুন: ফের বীভৎস ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ৬টি কামরা, মৃত ১
৩) বিধানসভায় অধ্যক্ষ শপথ করানো হোক, এটা বারবার বলা হচ্ছে? এর কারণ কী?
বিধানসভা সব প্রশ্নের জবাব দিয়েছে বলে সূত্রের খবর। আগামী সোমবার বিএ কমিটির বৈঠক৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে বিধানসভা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 19, 2024 4:30 PM IST