একইসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক রাজ্য জুড়ে সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলি বন্ধ করার নির্দেশিকা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে আগামী এক সপ্তাহ বা যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশিকা জারি হচ্ছে।
আরও পড়ুন: সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর, তীব্র দাবদাহের কারণে সিদ্ধান্ত
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে নাকাল পড়ুয়ারা! সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটি, জারি নির্দেশিকা
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘তাপপ্রবাহের পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, স্বশাসিত/রাজ্য/কেন্দ্রীয় সরকারি কলেজ এবং সরকারি সাহায্যপ্রাপ্ত/বেসরকারি বিশ্ববিদ্যালয়/অধিগৃহীত কলেজ বন্ধ থাকবে। নিয়ম কার্যকর হবে আগামী ১৭ এপ্রিল থেকে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি এই নিয়মের আওতায় পড়বে না। এক সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে। যেটা আগে হবে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।’
যেহেতু আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুলের মতো কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখতে বলা হয়েছে।