প্রসঙ্গত, গত ৯ জুন সৌকাত মোল্লাকে কয়লা পাচারকাণ্ডে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ অনুসারে তিনি বুধবার নিজাম প্যালেসে এসে হাজিরা দিলেন। এর আগে ২৭ মে তাঁকে কয়লা পাচার কাণ্ডে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠক থাকায় তিনি হাজির হতে পারেননি। সিবিআইকে তিনি মেল করেন ও আইনজীবী এসে চিঠি দিয়ে সিবিআইকে সে কথা জানিয়ে দেন। এরপর সিবিআইয়ের দ্বিতীয় নোটিস অনুসারে বুধবার হাজিরা দেন শওকত মোল্লা।
advertisement
আরও পড়ুন: হঠাৎ কলকাতা শহরজুড়ে সিবিআই তল্লাশি! সূত্র লুকিয়ে অসমে, কারণ শুনলে চমকে উঠবেন
অন্যদিকে, মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে সিবিআই রুজিরা বন্দোপাধ্যায়ের বাড়িতে প্রায় সাত ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার কাণ্ডে একের পর এক নেতা, বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর ফ্ল্যাটে সিবিআই, বড় কোনও চমক অপেক্ষায়?
সব মিলিয়ে বলা যায় কয়লা পাচার কাণ্ডে কোমর বেঁধে নেমেছে সিবিআই। একের পর এক নেতা বিধায়ককে তলব করছে সিবিআই। কয়লা পাচারে মূলে পৌঁছাতে চাইছে সিবিআই। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ জন্য এসব করা হচ্ছে।