এরপরের স্থান পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতালের। ৫ জন এমবিবিএস পাঠরত ছাত্রকে গবেষণার জন্য ৫০ লাখ টাকার আর্থিক অনুদান। ১০ মূল্যমানের মধ্যে 8 নম্বর পায় মেডিক্যাল কলেজ।
দেশের মধ্যে আশিটি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। গত কুড়ি এবং একুশে মার্চ দিল্লিতে মিটিং ছিল এই মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে। সেখানেই এই সিদ্ধান্ত হয়। সেরার সম্মান পায় কলকাতা মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন: ‘এবার বড় কিছু হতে চলেছে’! বাংলাদেশে সেনা-ছাত্রনেতা বৈঠকের পরই ‘ফিসফিস’ শুরু, আওয়ামি লীগ ফিরছে?
৫টি বিষয়ের উপর ভিত্তি করে তাঁদের মূল্যায়ন করে আইসিএমআর–
সেগুলি হল: ১, কতগুলি গবেষণা চলছে? ২, কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে? ৩, কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত? ৪, কতগুলি বিষয়ে পেটেন্ট মিলেছে বা নতুন প্রজেক্ট তৈরি হয়েছে? ৫, কেন্দ্রের পাঠানো ১.২৫ কোটি টাকা অনুদানের ন্যূনতম ৭০% ব্যবহার হয়েছে কিনা?