TRENDING:

Voter List: ‘কোনও ফাঁকিবাজি নয়’, ভুতুড়ে ভোটার নিয়ে নেতাদের কড়া নির্দেশ মমতার! ২ বড় সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে

Last Updated:

Voter List: ভুতুড়ে ভোটারের প্রসঙ্গকে কেন্দ্র করে ইতিমধ‍্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। তারই রেশ ধরে বৃহস্পতিবার বৈঠক করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সদস‍্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৬-এর বিধানসভার ভোটের দামামা বাজার আগেই ভুতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজ‍্য রাজনীতি। ভুতুড়ে ভোটারের প্রসঙ্গকে কেন্দ্র করে ইতিমধ‍্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। তারই রেশ ধরে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সদস‍্যরা। এই বৈঠকে দলের সদস‍্যদের পাশাপাশি জেলা সভাপতি এবং জেলা চেয়ারপার্সনরাও উপস্থিত ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

ভুতুড়ে ভোটার ধরতে নেতাজী ইন্ডোর থেকে ‘টাস্ক’ বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এবার পরবর্তী ধাপে ভুতুড়ে ভোটার নিয়ে আরও একবার পাঠ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। আগামী ১৫মার্চ বিকেল ৪ টে ভার্চুয়াল কনফারেন্স করবেন অভিষেক। তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ঝড়ের গতিতে কমায় ওজন! ক্যানসারের সঙ্গে লড়াই করে, হার্ট ভাল রাখে, মোটেই অবহেলা করবেন না এই মশলা

advertisement

বৈঠকে নেওয়া হয়েছে ২ টি কড়া সিদ্ধান্ত। কয়েকদিন বাড়ির বাইরে বেরিয়ে ধরপাকড় করা হল, তার পর সংবাদমাধ‍্যমে খবর হল, তারপর সব থিতিয়ে গেল। এই নীতি নয়। এই বৈঠকে ভুতুড়ে ভোটার ধরায় ‘কোনও ফাঁকিবাজি’ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত নেতাদের প্রতিদিন প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে এবং স্ক্রুটিনি করে দেখতে হবে বাড়ির প্রকৃত ভোটার কার্ড অধিকারীদের মাঝে কোনও ভুয়ো ভোটার রয়েছে কিনা। প্রত‍্যেক ১৫ দিন অন্তর সার্ভের তথ‍্য কোর কমিটিকে জানানোর নির্দেশ।

advertisement

কোর কমিটির সদস‍্যদের বেশ কয়েকটি জেলার দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে। যেমন তৃণমূল নেতা মানস ভ‍্যুঁইয়াকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। মোসারফ হোসেন নিজের জেলা উত্তর দিনাজপুরের পাশাপাশি হাওড়া, হুগলি দেখবেন। এইভাবে তৃণমূল নেতাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে কোথায় রয়েছে ভুতুড়ে ভোটার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, মহারাষ্ট্র, দিল্লিতে পদ্ম ফোটানোর পর বিজেপির টার্গেট বাংলা এবং বিহার। তবে বাংলাতে কেন্দ্রের শাসক দলকে রাজনৈতিভাবে চ‍্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রীর জানিয়েছেন, ওই দুই রাজ‍্যে ভুতুড়ে ভোটার দিয়ে জয়ী হয়েছে বিজেপি, এক ফন্দি বাংলায় খাটাতে দেবেন না তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter List: ‘কোনও ফাঁকিবাজি নয়’, ভুতুড়ে ভোটার নিয়ে নেতাদের কড়া নির্দেশ মমতার! ২ বড় সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল