সাম্প্রতিক সময় কলকাতা ছাড়া মুখ্যমন্ত্রীর হাত ধরে জেলার এত সংখ্যক পূজা উদ্বোধনের নজির নেই বলেই দাবি করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। এবারে বাংলা দুর্গাপুজো ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতিকে সম্মান জানিয়ে গত পয়লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড পর্যন্ত বিশেষ শোভাযাত্রা করেছেন। শুধু তাই নয়, সেই শোভাযাত্রা থেকে ইউনেস্কোর প্রতিনিধিদের বিশেষ সম্মানও জানানো হয়েছে রাজ্যের তরফে।
advertisement
আরও পড়ুন: প্রতারকদের 'টার্গেট' এবার রাজ্যের বিধানসভার 'এই' সদস্য! কে সেই 'বিধায়ক'? শোরগোল!
গত বৃহস্পতিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন শুরু করেছেন। রবিবারের পর সোমবারও এক ডজন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মূলত দক্ষিণ কলকাতার বেহালা, খিদিরপুর লাগোয়া পুজো গুলির উদ্বোধন করার কথা এদিন মুখ্যমন্ত্রীর। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারেও পুজো উদ্বোধন কে কেন্দ্র করে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী র। আর তাই কলকাতার সঙ্গে তাল মিলিয়ে এবার জেলাগুলির পুজো গুলির নিয়েও বিশেষ ভাবনায় মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বৃষ্টিবিহীন রোদ ঝলমলে মহালয়া! পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট
নবান্ন সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় দফায় এত সংখ্যক পুজোর উদ্বোধন কিভাবে হবে তার জন্য বিশেষ নির্দেশ দিয়ে দেওয়া হবে নবান্নের তরফে। অন্যদিকে এবার পুজোকে কেন্দ্র করে বিশেষ কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করতে চলেছে রাজ্য। কলকাতা পাশাপাশি বিভিন্ন জেলাতেও পুজোর এই কার্নিভাল অনুষ্ঠান আয়োজিত হবে। তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে রাজ্যের তরফে। যদিও রাজনৈতিক মহল মনে করছে জেলাগুলির এত সংখ্যক পুজো উদ্বোধন কার্যত জনসংযোগেরই হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়