TRENDING:

'মেয়েরা রাজভবন যেতে ভয় পাচ্ছে,' সায়ন্তিকা-রায়াতদের শপথ জটিলতা নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মমতার

Last Updated:

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল কেন ওঁদের শপথ নিতে দিচ্ছেন না? কেন রাজভবনে যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না? রাজভবনে যা চলছে, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে!’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে জটিলতা চলছেই।  বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল কেন ওঁদের শপথ নিতে দিচ্ছেন না? কেন রাজভবনে যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না? রাজভবনে যা চলছে, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে!’’
advertisement

নব নির্বাচিত দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন দুই বিধায়ক।বিধানসভার স্পিকার বলেন, “রাজভবন আমাদের সাথে যোগাযোগ করেনি। নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছেন তাঁরা আজ বিধানসভায় থাকবে। তাঁরা এসেছেন”। সেই সঙ্গে রাজভবনে শপথ নেওয়া নিয়ে তিনি বলেন, “রাজ্যপাল মনে হচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছেন। শপথ গ্রহণের উপযুক্ত জায়গা বিধানসভা”। বরানগরে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন সায়ন্তিকা, ভগবানগোলা কেন্দ্রে জয়ী হয়েছেন রায়াত।

advertisement

আরও পড়ুন: বুধবারও হচ্ছে না সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথগ্রহণ, কবে হবে তা নিয়ে ধোঁয়াশা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার হকার উচ্ছেদ প্রসঙ্গে নবান্ন সভাঘরে ফের প্রশাসনিক বৈঠক করেন মমতা৷ জানান, ‘‘কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমাদের নেই৷ আমি দীর্ঘদিন ধরে বলছি হকার উচ্ছেদ করা আমার উদ্দেশ্য নয়। আমি হকারদের ভালবাসি। একটা সিস্টেমের মধ্যে চলতে বলেছি।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'মেয়েরা রাজভবন যেতে ভয় পাচ্ছে,' সায়ন্তিকা-রায়াতদের শপথ জটিলতা নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল