TMC MLAs oath taking: চার ঘণ্টা অপেক্ষা দুই বিধায়কের, এলেন না রাজ্যপাল! শপথ নিয়ে কাটল না জট

Last Updated:

TMC MLAs oath taking: বুধবারও হচ্ছে না নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজভবনে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল।

রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বুধবারও হচ্ছে না নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজভবনে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল। মঙ্গলবারও চিঠি দিয়ে রাজভবনে দুই তৃণমূল বিধায়ককে ডেকেছিলেন রাজ্যপাল।  কিন্তু  রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন বরানগর এবং ভগবানগোলার বিধায়ক। তাঁরা দু’জনেই চান বিধানসভায় দুই বিধায়কের শপথগ্রহণ হোক।
পাশাপাশি রাজ্যপালের চিঠিতে কে শপথবাক্য পাঠ করাবেন তা-ও লেখা নেই, সেই নিয়েও ক্ষোভ রয়েছে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের। শুধু তাই নয়, বুধবারই দিল্লির উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল, তাই কবে শপথ নেবেন নবনির্বাচিত দুই বিধায়ক তা-ও বলা যাচ্ছে না।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজভবনে গিয়ে এর আগে শপথ নিয়েছিলেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়। তার পরে বরানগর এবং ভগবানগোলা থেকে উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেও রাজভবনে শপথ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। তাঁদের শপথ কবে হবে তা নিয়ে এখনও কিছু বিষয় জানা যায়নি। অন্য দিকে বিধায়ক হিসাবে শপথ না নেওয়ায় সেই এলাকার উন্নয়নের কাজও বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছিল তৃণমূল। বুধবার বিধানসভায় হাজির হয়েছিলেন দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত, সেখানে তাঁরা প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLAs oath taking: চার ঘণ্টা অপেক্ষা দুই বিধায়কের, এলেন না রাজ্যপাল! শপথ নিয়ে কাটল না জট
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement