Arvind Kejriwal: আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Arvind Kejriwal: বুধবার আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিশেষ বিচারক অমিতাভ রাওয়াত নির্দেশ দিয়েছিলেন সিবিআই চাইলে আবদারি দুর্নীতি নিয়ে ব্যবস্থা নিতে পারে।
নয়াদিল্লি: বুধবার আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিশেষ বিচারক অমিতাভ রাওয়াত নির্দেশ দিয়েছিলেন সিবিআই চাইলে আবদারি দুর্নীতি নিয়ে ব্যবস্থা নিতে পারে। মঙ্গলবারই দিল্লির তিহাড় জেলে গিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে।
প্রসঙ্গত, কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেফতার করে ইডি। আবগারি দুর্নীনি মামলায় কেজরিওয়ালকে আগেই গ্রেফতার করেছিল ইডি। যদিও ২০ জুন দিল্লির রাউস এভিনিউ কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে যায় ইডি। মঙ্গলবার রাউস এভিনিউ কোর্টের জামিনের উপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। দিল্লি হাই কোর্টের নির্দেশের পরেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হয় সিবিআই। তারপরেই বুধবার সকালে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই।
advertisement
advertisement
এর মাঝে রবিবার সুপ্রিম কোর্টেও জামিনের আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাই কোর্ট জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয় কি না তা দেখে নিয়ে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এখন দেখা যাক ইডির গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়াল কোনও ব্যবস্থা নেন কি না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2024 1:24 PM IST