আর তাই পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। নবান্ন সূত্রে খবর, মোট তিন দফা নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। যে অ্যাকাউন্টগুলিতে ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্টগুলি জেলাশাসকদের আধিকারিকরা যাতে যাচাই করেন এবং ব্যাঙ্কগুলিও যাচাই করেন তার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম টাকা ঢুকবে যে অ্যাকাউন্টগুলিতে আধারের লিঙ্ক করা রয়েছে। এছাড়াও যদি অন্য কোনও অ্যাকাউন্ট থাকে তাহলে দুবার করে ভেরিফিকেশন অর্থাৎ নথি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
তৃতীয়ত, নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে টাকা দেওয়া হবে সরকারের তরফে ঘোষিত দিনেই। তার মধ্যেই যাতে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়ে যায় তার জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনিক মহলের ব্যাখ্যা ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যাতে কোনও রকম ভুল বা অভিযোগ না ওঠে তার জন্য বকেয়া টাকা পাওয়া শ্রমিকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন বারবার করতে চাইছে নবান্ন। লোকসভা নির্বাচনে আগে যাতে এই ইস্যুকে সামনে রেখেও বিরোধীরা কোনও প্রশ্ন না তুলতে পারে তার জন্য ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়া নিয়েই যথেষ্ট সতর্ক নবান্ন বলেই প্রশাসনিক মহলের ব্যাখ্যা।
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিধানসভায় জানিয়েছেন ২১ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ বকেয়া টাকা সব শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেহেতু সংখ্যাটা কিছুটা বেড়েছে তার জন্য সময় লাগছে বলে বিধানসভায় বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ লক্ষেরও বেশি শ্রমিকদের অ্যাকাউন্টে এই টাকা যাবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের টাকা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি রেড রোডে বি আর আম্বেদকার মূর্তির নিচে ধরনা কর্মসূচি ও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে কার্যত ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যদি কেন্দ্র না টাকা দেয় তাহলে রাজ্যের তরফেই ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক লোকসভা নির্বাচনের আগে আগেই নবান্নের তরফে এই টাকা ১০০ দিনের কাজের শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে সেই টাকা পাঠানোর আগেই যাতে কোনও রকম ভুল বা অভিযোগ না ওঠে তার জন্যই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বার বার যাচাই করতে চাইছে নবান্নের শীর্ষ মহল। মনে করা হচ্ছে সেই কারণেই ফের দ্বিতীয় বার ১০০ দিনের কাজের শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি যাচাই করা সিদ্ধান্ত নিল নবান্ন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়