কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষিকাদের বিরাট একটা অংশ। শহিদ মিনারের পাদদেশে দীর্ঘদিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। তবে তাদের আজকের এই বৈঠকে আমন্ত্রন জানানো হয়নি। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, সরকারি কর্মচারী পরিষদ।
আরও পড়ুনঃ কলকাতায় বসে ফের বোমা ফাটালেন সৌমিত্র খাঁ! কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও আন্দোলনকারীরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে, কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। তবে এ বারে বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দারুণ খবর! আজ থেকেই অতিরিক্ত সামার স্পেশ্যাল চালাবে ভারতীয় রেল
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বলেন, “ডিএ নিয়ে সবার সঙ্গে কথা বলছি না। কিছু কিছু লোকের সঙ্গে আমি কথা বলব, ওরা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল।”
প্রসঙ্গত, রাজ্য জুড়ে ১ লক্ষ ২৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল এই কর্মসংস্থানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লক্ষাধিক এই নিয়োগের মধ্যে স্কুলে শিক্ষক, শিক্ষিকা, রাজ্য সরকারের গ্রুপ ডি-সহ বিভিন্ন দফতরে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও চিকিৎসক, নার্স, অধ্যাপক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।