Indian Railways|| পর্যটকদের জন্য দারুণ খবর! আজ থেকেই অতিরিক্ত সামার স্পেশ্যাল চালাবে ভারতীয় রেল

Last Updated:

Summer Special Train: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন। তার ফলে পর্যটকদের সুবিধা বাড়বে বলে মত রেলের৷ 

কলকাতাঃ যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন। তার ফলে পর্যটকদের সুবিধা বাড়বে বলে মত রেলের৷  গ্রীষ্মাবকাশে পর্যটনের সুবিধায় ও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি আজ ৩১ মে ও ১ জুন, ২০২৩ তারিখে একটি ট্রিপের জন্য চলবে।
০৫৯৫১ নং. (ডিব্রুগড়-জম্মু তাওয়াই) স্পেশ্যাল ট্রেনটি ৩১ মে, ২০২৩ (বুধবার) তারিখের ১৬.৩০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওনা দেবে। এই স্পেশ্যাল ট্রেনটি নর্থ লখিমপুর, রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, ছাপরা, লখনউ, মোরাদাবাদ, লুধিয়ানা জং. রেলওয়ে স্টেশন হয়ে ০২ জুন, ২০২৩ (শুক্রবার) তারিখের ২১.১০ ঘণ্টায় জম্মু-তাওয়াই পৌঁছবে।
আরও পড়ুনঃ কলকাতায় বসে ফের বোমা ফাটালেন সৌমিত্র খাঁ! কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ
স্পেশ্যাল ট্রেনটিতে এসি টু টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ-সহ মোট ২১টি কামরা থাকবে। ০৫৪৯৯ নং. (আলিপুরদুয়ার জং.-পুরী) স্পেশ্যাল ট্রেনটি ০১ জুন, ২০২৩ (বৃহস্পতিবার) তারিখের ১১’টা নাগাদ আলিপুরদুয়ার জং. থেকে রওনা দেবে। এই স্পেশ্যাল ট্রেনটি বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি, রামপুরহাট, খড়গপুর, কটক, খুরদা রোড জং. স্টেশন হয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুরী পৌঁছবে।
advertisement
advertisement
স্পেশ্যাল ট্রেনটিতে এসি থ্রি টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ-সহ মোট ১৬টি কামরা থাকবে। এই রুটে যাত্রা করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের যে সব ট্রেন চলাচল করছে তাতে যে ভাবে যাত্রী বাড়ছে তাতে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে রেল সূত্রে খবর৷
advertisement
Abir Ghoshal
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways|| পর্যটকদের জন্য দারুণ খবর! আজ থেকেই অতিরিক্ত সামার স্পেশ্যাল চালাবে ভারতীয় রেল
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement