TRENDING:

Mamata Banerjee: 'মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে', মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: শুক্রবার ছিল নবান্নে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে তৃণমূলনেত্রীর বার্তা, "মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। না হলে ভোটে জেতা যাবে না”।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার ছিল নবান্নে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে তৃণমূলনেত্রীর বার্তা, “মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। না হলে ভোটে জেতা যাবে না”। লোকসভা ভোটের পর বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেই বৈঠকেই এই বার্তা মুখ্যমন্ত্রীর বলে নবান্ন সূত্রে খবর। সামনেই রথ এবং মহরম। সেই নিয়েও মুখ্যমন্ত্রী সতর্ক করেন, “যে যার এলাকায় থাকবেন। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন: আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

শুধু তাই নয়, কাল অর্থাৎ বৃহস্পতিবার ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বুধবার একাধিক জায়গায় হকার উচ্ছেদ হয়েছে। সেই নিয়ে কাল নবান্নের সভা ঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ শুরু হতে পারে সেই বৈঠক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সব থানার আইসি এবং ওসিদের ভার্চুয়ালি বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকবেন কলকাতা পুরসভার মেয়র-সহ পুরসভার আধিকারিকেরা। সেই সঙ্গে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, ডিসি ট্রাফিক-সহ কলকাতা পুলিশের আধিকারিকদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে থাকার কথা সব জেলার জেলাশাসক এবং এসপিদেরও। বৃহস্পতিবারের বৈঠকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে সব পুরসভাকেও। তবে কালকের বৈঠকও থাকছে না ঝালদা এবং তাহেরপুর পুরসভা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে', মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল