TRENDING:

CM Mamata Baneerjee at SSKM: কল্পতরু মমতা, এবার চিকিৎসক-নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেবে রাজ্য সরকার!

Last Updated:

বৃহস্পতিবার বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী (CM Mamata Baneerjee at SSKM)। আর সেখানেই ডাক্তার ও নার্সদের জন্য কল্পতরু হলেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য নিজেই মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন, প্রতি মাসে দু'দিন করে এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী (CM Mamata Baneerjee at SSKM)। আর সেখানেই ডাক্তার ও নার্সদের জন্য কল্পতরু হলেন মমতা। এবার বাড়ি তৈরির জন্য চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেবে সরকার। এর জন্য ১০ একর জমি বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

এদিন এসএসকেএম-এ রিভিউ বৈঠকের পর ডাক্তার ও নার্সদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মমতা। তিনি বলেছেন, 'সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাদের গর্ব, আমাদের সম্পদ। তাঁদের স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা রাজ্য সরকারের প্রধান কর্তব্য। প্রথম দিন থেকেই আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আজ এসএসকেএম হাসপাতালে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল অধিকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গণে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং-এ স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধা সুনিশ্চিত করার জন্যেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।'

advertisement

হাসপাতালের চত্বরেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে ডাক্তার ও নার্সদের জন্য ১০ একর জমি বিনামূল্যে বরাদ্দ করার কথা বলেছেন তিনি। এছাড়াও চিকিৎসক ও নার্সদের জন্য একটি হোস্টেল তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লি রোডে একটি ১০ তলা হোস্টেল তৈরির কথা জানান তিনি। এরই সঙ্গে পুরুষ নার্সদের জন্যও নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার থেকে পুরুষ নার্সদের 'প্র্যাকটিশনার সিস্টার' পদ দেওয়া হবে। চিকিৎসকদের গাইডলাইন মেনে তাঁরা দায়িত্ব পালন করবেন।

advertisement

আরও পড়ুন: 'এক সপ্তাহ-১৫ দিন অন্তর এসএসকেএমে বসব', আচমকা কেন এমন সিদ্ধান্ত মমতার?

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ সেপ্টেম্বর ফের একটি রিভিউ মিটিং করবেন তিনি। SSKM হাসপাতালেই সেই বৈঠক হবে। সেখানে থাকবেন শহরের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। তিনি বলেছেন, '১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক। চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা রাজ্যের। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা। প্র্যাকটিসনার নার্স হিসেবে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি। রাজ্যে চিকিৎসকের অভাব আছে। কোয়াক ডাক্তাররা প্রাইমারি হেল্থ সেন্টারে কাজ করবেন।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'প্রথম দিনের বৈঠক সফল হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যবস্থা করেছে রাজ্য। ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Baneerjee at SSKM: কল্পতরু মমতা, এবার চিকিৎসক-নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেবে রাজ্য সরকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল