শুধু তাই নয়, ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। এমনকী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগও উঠেছে। সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি।
আরও পড়ুন: পুড়ে গিয়েছিল ৬০ শতাংশ, হল না শেষরক্ষা, বগটুই কাণ্ডে মৃত্যু নাজমা বিবির!
বিরোধীদের বহু বিক্ষোভ কর্মসূচির সাক্ষী থেকেছে বিধানসভা। কিন্তু এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচির পর বিজেপির পদক্ষেপকে নজিরবিহীন বলছে রাজনৈতিক মহল। দিন কয়েক আগেও কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্যের নাম দিয়ে চালানোর অভিযোগে বিধানসভার অভ্যন্তরেই বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির বিধায়করা।
advertisement
আরও পড়ুন: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই
বিক্ষোভ দেখানোর সময় সেদিনও বেশকিছু কাগজ ছিঁড়ে ফেলতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়কদের। কিন্তু কর্মসূচি শেষ হওয়ার পর ছেঁড়া কাগজগুলো একজায়গায় করে সেগুলো একটি ডাস্টবিনে ফেলে দেন বিক্ষোভকারীরা। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের তরফেই আগে বিজেপি বিধায়কদের আঘাত করা হয়।