ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ১০০ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, কসবা থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তি পুলিশ পরিচয়ে টাকা দাবি করছেন। বুধবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে চাকরি থেকে সরিয়ে দিল লালবাজার৷
advertisement
জানা গিয়েছে, গ্রেফতারির পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে ডিমোবিলাইজ করল লালবাজার৷ অর্থাৎ, তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল৷ ইতিমধ্যে ডিসি এসএসডি-র তরফে ওই সিভিকের বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হয়েছে। তারপরই লালবাজারের তরফে তাণকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷
আরও পড়ুন: সব ঠিক… এবার রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান! কন্নড় ভাষা নিয়ে বিতর্কের মাঝেই বড় খবর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নীরজ সিং, প্রগতি ময়দান থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন৷ মত্ত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি কনস্টেবলের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে এবং কসবা থানায় নিয়ে যায়।