TRENDING:

CITU Agitation| KMC|| অস্থায়ী কর্মীরা অবহেলার শিকার, সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক সিটুর

Last Updated:

CITU KMC agitation: পুরসভার কাজের জন্য নির্ভর করতে হয় একটা বড় অংশের অস্থায়ী কর্মীদের ওপর। অথচ তাঁরাই যথেষ্ট অবহেলার শিকার। এমনটাই অভিযোগ সিটুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পুরসভার কাজের জন্য নির্ভর করতে হয় একটা বড় অংশের অস্থায়ী কর্মীদের ওপর। অথচ তাঁরাই যথেষ্ট অবহেলার শিকার। এমনটাই অভিযোগ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর। তাঁদের দাবি এই কর্মীদের সমস্যা সমাধানের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়টির প্রতি তারা কোনওভাবেই কর্ণপাত করতে নারাজ। কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে পদক্ষেপ করেন তার জন্য লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সিটু। তারই অংশ হিসেবে ২০ মার্চ কলকাতা পুরসভার সদর দফতরে অভিযান জানানো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
কলকাতা পুরসভা অভিযানের ডাক সিটুর
কলকাতা পুরসভা অভিযানের ডাক সিটুর
advertisement

কী কী সমস্যা রয়েছে অস্থায়ী কর্মীদের? সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, বিভিন্ন দফতরে প্রায় ৩০০০০ শ্রমিক কাজ করেন। বিভিন্ন কর্মীদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। কোথাও পিএফ, গ্রাচুইটি, ইএসআইয়ের পাওয়ার অধিকার থাকলেও অনেকেই সেটা থেকে বঞ্চিত হচ্ছে। ছুটি পাওয়ার ক্ষেত্রেও সেরকমভাবেই সমস্যা রয়েছে। এরমধ্যে যারা ১০০ দিনের কাজ করে তাদের অবস্থা আরও খারাপ। যে টাকা এই প্রকল্পে পাওয়া যায় যথেষ্ট নয়।

advertisement

আরও পড়ুনঃ নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?

অন্যদিকে, এই ১০০ দিন কাজ করেই সারাবছর সংসার চালাতে হয় এই শ্রমিকদের। আমাদের দাবি একদিকে অস্থায়ী শ্রমিকদের সমস্যা যেমন মেটানো তেমনি ১০০ দিনের কাজের কর্মীদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিক কলকাতা পুরসভা। এই মর্মে কর্তৃপক্ষকে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও তাতে কোন সুরাহা হয়নি বাধ্য হয়েই আন্দোলনের রাস্তায় নেমেছেন শ্রমিকরা।

advertisement

সিটু নেতা সৌমজিৎ রজক বলেন, "কলকাতার মানুষকে পানীয়  জল সরবরাহ করা থেকে শুরু করে শহরের নিকাশী, সাফাই, জঞ্জাল পরিষ্কার, পৌর স্বাস্থ্য, কর্পোরেশনের স্কুল, এমনকি জন্ম মৃত্যু সার্টিফিকেট প্রদান অব্দি সব হচ্ছে অস্থায়ী কর্মীদের ভরসায়। অস্থায়ী শ্রমিক ও ১০০ দিনের কর্মীরা না খেয়ে মরে গেলে পৌরপরিষেবা বন্ধ হয়ে যাবে কিন্তু। অথচ দীর্ঘদিন ধরে তাঁদেরই ন্যায্য দাবিগুলোকে অবহেলা করছে এই পৌরবোর্ড‌। এটা চলতে থাকলে কিন্তু ঘোর বিপদ আছে সামনে! বাজেট নিয়ে যখন ওঁরা আলোচনা করবেন, তখন এই সহজ কথাটা মনে করিয়ে দিতে যাব আমরা। আবার বলছি, অস্থায়ী শ্রমিকদের দাবিগুলো কোনো মামুলি ব্যাপার নয়, গুরুত্ব দিয়ে এগুলো বিচার করা প্রয়োজন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

UJJAL ROY 

বাংলা খবর/ খবর/কলকাতা/
CITU Agitation| KMC|| অস্থায়ী কর্মীরা অবহেলার শিকার, সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক সিটুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল