বিমানটি যখন ওড়ার জন্য রানওয়েতে যাবে ঠিক সেই সময় একটি খবর আসে তার পরেই বোমাতঙ্ক ছড়ায়। ঘটনার জেরে বিমানটি বেশ কিছু ক্ষণ রানওয়েতে দাঁড়িয়ে থাকে। বিমানের ভিতরে থাকা যাত্রীদেরকে নামানো হয় বিমান থেকে। বিমানবন্দরের ভিতরে থাকা সিআইএসএফ আধিকারিকরা তল্লাশি করা শুরু করেন বিমানটিতে।
আরও পড়ুন: দুই বিধায়কের শপথ নিয়ে কী করণীয়? বোসের উপর চাপ বাড়িয়ে ধনখড়কে ফোন বিমানের
advertisement
এই বিমানটি বাগডোগরা থেকে প্রথমে কলকাতায় আসে, পরে কলকাতা থেকে ভুবনেশ্বর এবং ভুবেনশ্বর থেকে পুনে যাওয়ার ছিল। কলকাতায় যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে লাগেজ ব্যাগ তল্লাশি করা হয়। সেই সময় যোগেশ ভোসলে নামের এক ব্যক্তি বিরক্ত প্রকাশ করেন, কেন ব্যাগপত্র এত চেক করা হচ্ছে জিজ্ঞেস করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, ব্যাগে কী আছে জিজ্ঞেস করার উত্তরে যোগেশ জানান ব্যাগে বোমা আছে। সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সিআইএসএফের পক্ষ থেকে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই সঙ্গে বিমানের মধ্যে বোম স্কোয়াড এবং সিআইএসএফের আধিকারিকরা গিয়ে তল্লাশি শুরু করেন।