TRENDING:

Sheikh Shahjahan: ভবানী ভবনে দু' ঘণ্টার নাটক! শাহজাহানকে না নিয়েই খালি হাতে ফিরল সিবিআই

Last Updated:

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআই-এর হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেয় সিআইডিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাইকোর্টের নির্দেশ ছিল৷ যাবতীয় প্রস্তুতি নিয়ে শাহজাহানকে নিয়ে যেতে ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন সিবিআই-এর আধিকারিকরা৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও৷ শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় আয়োজনই সার, দু ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষার পর শাহজাহানকে ছাড়াই খালি হাতে ফিরে যেতে হল সিবিআইকে৷
শেখ শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে নাটক৷
শেখ শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে নাটক৷
advertisement

সূত্রের খবর, রাজ্য সরকার শেখ শাহজাহানকে নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ সেই যুক্তিতেই এদিন সিআইডির পক্ষ থেকে শেখ শাহজাহানকে সিবিআইকে হস্তান্তর করা হয়নি বলেই সূত্রের খবর৷

আরও পড়ুন: ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ, ডায়মন্ড হারবারে অভিষেককে লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ অভিজিতের

এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআই-এর হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেয় সিআইডিকে৷ রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত৷ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য সরকার৷ যদিও শীর্ষ আদালত জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেয়৷

advertisement

এর পরই বিকেল পাঁচটা নাগাদ সিবিআই-এর দুই আধিকারিক প্রায় ২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে শেখ শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন৷ মনে করা হচ্ছিল, হাইকোর্টের নির্দেশ মেনে হয়তো শাহজাহানকে সিবিআই-এর হেফাজতেই তুলে দেবেন সিআইডি আধিকারিকরা৷ কিন্তু প্রায় দু ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষার পর যখন সিবিআই আধিকারিকরা ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন, তখন তাঁদের সঙ্গে শেখ শাহজাহান ছিলেন না৷ শাহজাহানকে না নিয়েই ভবানী ভবন থেকে বেরিয়ে যায় সিবিআই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আসা চারটি গাড়ি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সূত্রের খবর, রাজ্য সরকার শাহজাহানের হস্তান্তর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, এই যুক্তি দেখিয়েই শাহজাহানকে সিবিআই-এর হাতে দিতে চায়নি সিআইডি৷ রাজ্য পুলিশের এই অবস্থানের পর এবার সিবিআই ফের বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কি না, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: ভবানী ভবনে দু' ঘণ্টার নাটক! শাহজাহানকে না নিয়েই খালি হাতে ফিরল সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল