TRENDING:

সিবিআই-ইডির তৎপরতার মধ্যেই হঠাৎ আসরে সিআইডি, কয়লা কাণ্ডে বড় রহস্যের খোঁজ

Last Updated:

Coal Scam: ইতিমধ্যে কয়লা মামলায় বারিক বিশ্বাস সহ আট জনকে গ্রেফতার করেছে সিআইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়লা পাচার মামলায় যখন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির মধ্যে তৎপরতা, তখন রাজ্য সিআইডি তৎপর হয়ে উঠল। সূত্রের খবর, কোলিয়ারি বেল্টের একাধিক থানায় কর্মরত ছিলেন এমন পুলিশ কর্তাদের ভবানী ভবনে তলব করা হল সিআইডির তরফে।
আসরে এবার সিআইডি
আসরে এবার সিআইডি
advertisement

ইতিমধ্যে কয়লা মামলায় বারিক বিশ্বাস সহ আট জনকে গ্রেফতার করেছে সিআইডি। এবার এই মামলাতে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে চলেছে রাজ্য গোয়েন্দা দফতর। তাই ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরুলিয়ার বেল্টের একাধিক থানার ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের পুলিশ আধিকারিকদের ভবানী ভবনে তলব করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।

আরও পড়ুন: সম্পত্তির হিসেব দিন, সরকারি অফিসারদের জন্য জারি নির্দেশ! বিরাট সিদ্ধান্ত নবান্নের

advertisement

বৃহস্পতি ও শুক্রবার তিনজনকে এবং শনিবার চার পুলিশ আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে ভবানীভবনে। এ পুলিশ আধিকারিকরা যে সময় কোলিয়ারি বেল্টের বিভিন্ন থানাতে কর্মরত ছিলেন সেই সময় কয়লা পাচার নিয়ে তাদের কাছে কোন অভিযোগ এসেছিল কিনা বা অভিযোগ এলে কোন ব্যবস্থা গ্রহণ হয়েছিল কিনা, তা জানতে চাইছেন সিআইডি কর্তারা, খবর এমনই।

advertisement

আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সিআইডি সূত্র খবর, থানার নিচু স্তরের কোন পুলিশকর্মীদের এই পাচারের সঙ্গে যোগ ছিল কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া এই পাচার চক্রের সক্রিয়তা এবং মূল চক্রীদের সম্পর্কে কোনও তথ্য তারা জানতেন কিনা, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে চলেছে ওই পুলিশ আধিকারিকরা বলে সিআইডি সূত্রে খবর। প্রসঙ্গত, এই কয়লা পাচার মামলায় ইতিমধ্যে রাজ্যের দশ আইপিএস কর্তাকে ইডি তলব করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই-ইডির তৎপরতার মধ্যেই হঠাৎ আসরে সিআইডি, কয়লা কাণ্ডে বড় রহস্যের খোঁজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল