কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না করার বিষয়ে সম্প্রতি মন্তব্য করেন দেবশ্রী রায়। দেবশ্রী বলেন, "এটা একদমই উচিৎ হয়নি। প্রাক্তন তৃণমূল বিধায়কের থেকে ১৮০ ডিগ্রি ঘুরে এরপরেই নিজের প্রতিক্রিয়া জানান বারাসাতের বর্তমান তৃণমূল বিধায়ক, চিরঞ্জিৎ। প্রথমে দেবশ্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “তাঁর মত সে বলতেই পারে। আমি যতদূর জানি তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাই মুক্ত মনে তিনি তাঁর কথা বলেছেন।”
advertisement
নেটিজেনদের বক্তব্য অভিনয় জগতে এখন আর সেরকম সুযোগ পাচ্ছেন না চিরঞ্জিৎ, আর তাই মন দিয়েছেন রাজনৈতিক জীবনে। তাই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নিশানা দেগে চিরঞ্জিৎ বলেন, “একটা জিনিস তো থাকবেই। আপনি যদি আমাকে গালাগালি করেন, তবে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না। এখানেও বিষয়টা একই রকম।”
প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে সবার আমন্ত্রণ থাকলেও বাংলা তথা বলিউড ইন্ডাস্ট্রির একসময়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী আমন্ত্রিত ছিলেন না। এরপরেই এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। শাসকদলের ‘ক্যান্সেল কালচার’ মনোভাব নিয়েও শুরু হয় বিরোধীদলের কটাক্ষ।
আরও পড়ুন: বিয়ে নাকি? আজ থেকেই 'এইভাবে' নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?
এদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায় বলেন, “রাজনৈতিক কারণে হয়তো মিঠুনদাকে ডাকা হয়নি। আমি মিঠুনদার সঙ্গে অনেক কাজ করেছি, শিল্পী হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি। ফিল্ম ফেস্টিভ্যালের কোনও রাজনৈতিক রং থাকা উচিত নয়। ভারতীয় এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁদের অবদান আছে, তাঁদের ডাকা উচিত ছিল।” প্রসঙ্গত একই সময়ে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবিকেও নন্দনে স্থান দেওয়া হয়নি।
