TRENDING:

'...মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করব না!' মিঠুনকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত! যা বললেন দেবশ্রী

Last Updated:

Chiranjeet Chakraborty|| Mithun Chkraborty: দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য তুমুল জল্পনা ছড়িয়েছে ফের একবার। কী বললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিছুদিন আগেই বিজেপি বিধায়কের অনুরোধে কার্টুন এঁকে বিধানসভায় আলোচনার কেন্দ্রে এসেছিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন এই তারকা বিধায়ক। সম্প্রতি তিনি বারাসাতে অনুষ্ঠিত বড়দিনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য তুমুল জল্পনা ছড়িয়েছে ফের একবার। বিনোদনের সঙ্গে অভিনেতা রাজনীতিকে যেভাবে মিশিয়েছেন তাতে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে মন্তব্য, পাল্টা মন্তব্য।
মিঠুন প্রসঙ্গে মুখ খুললেন চিরঞ্জিত
মিঠুন প্রসঙ্গে মুখ খুললেন চিরঞ্জিত
advertisement

কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না করার বিষয়ে সম্প্রতি মন্তব্য করেন দেবশ্রী রায়। দেবশ্রী বলেন, "এটা একদমই উচিৎ হয়নি। প্রাক্তন তৃণমূল বিধায়কের থেকে ১৮০ ডিগ্রি ঘুরে এরপরেই নিজের প্রতিক্রিয়া জানান বারাসাতের বর্তমান তৃণমূল বিধায়ক, চিরঞ্জিৎ। প্রথমে দেবশ্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “তাঁর মত সে বলতেই পারে। আমি যতদূর জানি তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাই মুক্ত মনে তিনি তাঁর কথা বলেছেন।”

advertisement

আরও পড়ুন: লাল টুকটুকে ফ্রকে বাবার কোলে ছোট্ট মেয়ে... কে বলুন তো? আজ টলিউডের জনপ্রিয় নায়িকা! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন হামেশাই

নেটিজেনদের বক্তব্য অভিনয় জগতে এখন আর সেরকম সুযোগ পাচ্ছেন না চিরঞ্জিৎ, আর তাই মন দিয়েছেন রাজনৈতিক জীবনে। তাই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নিশানা দেগে চিরঞ্জিৎ বলেন, “একটা জিনিস তো থাকবেই। আপনি যদি আমাকে গালাগালি করেন, তবে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না। এখানেও বিষয়টা একই রকম।”

advertisement

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে সবার আমন্ত্রণ থাকলেও বাংলা তথা বলিউড ইন্ডাস্ট্রির একসময়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী আমন্ত্রিত ছিলেন না। এরপরেই এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। শাসকদলের ‘ক্যান্সেল কালচার’ মনোভাব নিয়েও শুরু হয় বিরোধীদলের কটাক্ষ।

আরও পড়ুন: বিয়ে নাকি? আজ থেকেই 'এইভাবে' নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায় বলেন, “রাজনৈতিক কারণে হয়তো মিঠুনদাকে ডাকা হয়নি। আমি মিঠুনদার সঙ্গে অনেক কাজ করেছি, শিল্পী হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি। ফিল্ম ফেস্টিভ্যালের কোনও রাজনৈতিক রং থাকা উচিত নয়। ভারতীয় এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁদের অবদান আছে, তাঁদের ডাকা উচিত ছিল।” প্রসঙ্গত একই সময়ে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবিকেও নন্দনে স্থান দেওয়া হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'...মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করব না!' মিঠুনকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত! যা বললেন দেবশ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল