Wedding Tips: বিয়ে নাকি? আজ থেকেই 'এইভাবে' নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?
- Published by:Sanjukta Sarkar
- trending desk
Last Updated:
Wedding Tips: প্রস্তুতি শুরু করতে হয় আরও আগে থেকে। না-হলে বিয়ের দিন সব যেন তালগোল পাকিয়ে যেতে পারে। বিশেষ করে চুলের যত্ন।
শীত কাল মানেই তো বিয়ের মরশুম। সাজগোজ। জমকালো পোশাক। চুল থেকে ত্বক - সব কিছুই হতে হবে নিখুঁত। মেক-আপ হতে হবে নজরকাড়া। বিশেষ এই দিনে কনেদের করণীয়র তালিকাটাও অনেকটাই লম্বা। কিন্তু প্রস্তুতি শুরু করতে হয় আরও আগে থেকে। না-হলে বিয়ের দিন সব যেন তালগোল পাকিয়ে যেতে পারে। বিশেষ করে চুলের যত্ন। আগে থেকে শুরু না-করলেই নয়।
advertisement
চুলের ক্ষতি প্রতিরোধ: ভেজা চুল মানেই দুর্বল চুল: ভেজা চুল ৪৩ শতাংশ পর্যন্ত দুর্বল হয়ে যায়। স্ট্র্যান্ড ভেঙে যায়। চুলের বন্ড ক্ষতিগ্রস্ত হয়। মাথায় রাখতে হবে যে, এগুলোই চুলকে ঠিক রাখে। তাই ভেজা চুল আঁচড়ানো বা খোঁপা করা কখনওই উচিত নয়। স্নান করে বেরোনোর পরে সবার আগে চুল শুকিয়ে নিতে হবে। তাতে সময় লাগে লাগুক। এটাই চুলকে ভাল রাখবে।
advertisement
advertisement
advertisement
চুল শুকোনো: সঠিক হেয়ার ব্রাশ: স্টাইলিং করার ক্ষেত্রে সঠিক ব্রাশ বেছে নিতে হবে। প্যাডেল ব্রাশ সবচেয়ে ভালো। বিশেষ করে লম্বা চুলের জন্য। চওড়া দাঁতের চিরুনিও ভিজে কিংবা শুষ্ক চুলে ব্যবহার করা যেতে পারে। এটা ভিজে চুলে সবচেয়ে ভালো কাজ করে। কোঁকড়া চুলের জন্যও উপযুক্ত। আর চুল কম হলে বেছে নিতে হবে রাউন্ড ব্রাশ। এটা চুলের গোড়া মজবুত করবে।
advertisement
advertisement