Viral: লাল টুকটুকে ফ্রকে বাবার কোলে ছোট্ট মেয়ে... কে বলুন তো? আজ টলিউডের জনপ্রিয় নায়িকা! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন হামেশাই

Last Updated:
Viral Photo: শৈশবের স্মৃতিমেদুর দিনে ডুব দিলেন এক টলি অভিনেত্রী। জীবনের একটি বিশেষ দিনে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল কিছু মুহূর্ত। বাবার সঙ্গে জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী...
1/10
২০২২ শেষের মুখে। বড়দিন শেষে এবার নতুন বছরকে স্বাগত জানাতে কোমর বাঁধছে বাঙালি। আর এই শীতের আমেজে বাঙালির মনে ‘নস্টালজিয়া’র মেঘের ইতিউতি আনাগোনা চলতে থাকে প্রায়ই! ছোটবেলার বড়দিন থেকে আরও নানা স্মৃতি ভিড় করে আসে আমাদের মতো তারকাদের মনেও। আর ডিসেম্বর মানেই বোধহয় শৈশবের ধূসর স্মৃতিতে ডুব দেওয়া।
২০২২ শেষের মুখে। বড়দিন শেষে এবার নতুন বছরকে স্বাগত জানাতে কোমর বাঁধছে বাঙালি। আর এই শীতের আমেজে বাঙালির মনে ‘নস্টালজিয়া’র মেঘের ইতিউতি আনাগোনা চলতে থাকে প্রায়ই! ছোটবেলার বড়দিন থেকে আরও নানা স্মৃতি ভিড় করে আসে আমাদের মতো তারকাদের মনেও। আর ডিসেম্বর মানেই বোধহয় শৈশবের ধূসর স্মৃতিতে ডুব দেওয়া।
advertisement
2/10
আর সেটা যদি হয় কোনও বিশেষ দিনের, তাহলে হলুদ হয়ে যাওয়া সেইসব স্মৃতির আলোমাখা দিন আরও বেশি প্রাণোজ্বল হয়ে ওঠে চোখের সামনে। ভিজে আসে চোখ, ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসির রোদ।
আর সেটা যদি হয় কোনও বিশেষ দিনের, তাহলে হলুদ হয়ে যাওয়া সেইসব স্মৃতির আলোমাখা দিন আরও বেশি প্রাণোজ্বল হয়ে ওঠে চোখের সামনে। ভিজে আসে চোখ, ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসির রোদ।
advertisement
3/10
এমনই শৈশবের স্মৃতিমেদুর দিনে ডুব দিলেন এক টলি অভিনেত্রী। জীবনের একটি বিশেষ দিনে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল কিছু মুহূর্ত। বাবার সঙ্গে জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার।
এমনই শৈশবের স্মৃতিমেদুর দিনে ডুব দিলেন এক টলি অভিনেত্রী। জীবনের একটি বিশেষ দিনে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল কিছু মুহূর্ত। বাবার সঙ্গে জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার।
advertisement
4/10
ছোট্ট বয়সে বাবার কোলে বসে থাকা এবং বিয়ের সময় বাবার আশীর্বাদ করার মুহূর্তের দুটি ছবি ভক্তদের সামনে এনে সকলকে অতীতের মুহূর্ত মনে করিয়ে দিলেন অভিনেত্রী।
ছোট্ট বয়সে বাবার কোলে বসে থাকা এবং বিয়ের সময় বাবার আশীর্বাদ করার মুহূর্তের দুটি ছবি ভক্তদের সামনে এনে সকলকে অতীতের মুহূর্ত মনে করিয়ে দিলেন অভিনেত্রী।
advertisement
5/10
উপলক্ষ্য ছিল একটাই, বাবার জন্মদিন। আর কন্যার জীবনে পিতার জন্মদিন যে বড়ই বিশেষ দিন, সত্যিই 'বড়দিন'। তাই বাবার জন্মদিনে বাবার সঙ্গে কাটানো সকল মুহূর্তের মধ্যে এই বিশেষ ক্যামেরাবন্দি দুটি ছবিই পোস্ট করেছেন অভিনেত্রী।
উপলক্ষ্য ছিল একটাই, বাবার জন্মদিন। আর কন্যার জীবনে পিতার জন্মদিন যে বড়ই বিশেষ দিন, সত্যিই 'বড়দিন'। তাই বাবার জন্মদিনে বাবার সঙ্গে কাটানো সকল মুহূর্তের মধ্যে এই বিশেষ ক্যামেরাবন্দি দুটি ছবিই পোস্ট করেছেন অভিনেত্রী।
advertisement
6/10
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন। তোমাকে ছাড়া আমি জীবন বুঝি না। আর অবশ্যই বুঝতেও চাই না। ভালোবাসি তোমায় বাবা।’ আর এই পোস্টে অভিনেত্রীর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে তুলেছিলেন তার অনুরাগীরাও।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন। তোমাকে ছাড়া আমি জীবন বুঝি না। আর অবশ্যই বুঝতেও চাই না। ভালোবাসি তোমায় বাবা।’ আর এই পোস্টে অভিনেত্রীর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে তুলেছিলেন তার অনুরাগীরাও।
advertisement
7/10
মেয়ে ও বাবার সম্পর্কের সমীকরণটাই অনেকটা এরকম হয়। বাবাদের প্রতি মেয়েদের একটা অদ্ভুত টান থাকে, যা শব্দে প্রকাশ করা যায়না। এজন্যই বাবাকে নিয়ে নানা গান, কবিতা রচনা হয়ে এসেছে বাংলা সাহিত্যে। মেয়ে ও বাবার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি, ওয়েবসিরিজও।
মেয়ে ও বাবার সম্পর্কের সমীকরণটাই অনেকটা এরকম হয়। বাবাদের প্রতি মেয়েদের একটা অদ্ভুত টান থাকে, যা শব্দে প্রকাশ করা যায়না। এজন্যই বাবাকে নিয়ে নানা গান, কবিতা রচনা হয়ে এসেছে বাংলা সাহিত্যে। মেয়ে ও বাবার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি, ওয়েবসিরিজও।
advertisement
8/10
আর এমনই এক বাবার আদরের মেয়ে যে অভিনেত্রী দেবলীনা কুমার সে ছবি দেখলে সহজেই বোঝা যায়। শুধু বাবার জন্মদিনে নয়, এর আগেও নানা সময় বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ফুটে উঠেছে তার সামাজিক মাধ্যমের দেওয়ালে। কখনো পুজোর সাজে, কখনো আবার জামাইষষ্ঠীর অবসরে, যখনই সুযোগ পেয়েছেন, বাবার সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন নিজেকে।
আর এমনই এক বাবার আদরের মেয়ে যে অভিনেত্রী দেবলীনা কুমার সে ছবি দেখলে সহজেই বোঝা যায়। শুধু বাবার জন্মদিনে নয়, এর আগেও নানা সময় বাবার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ফুটে উঠেছে তার সামাজিক মাধ্যমের দেওয়ালে। কখনো পুজোর সাজে, কখনো আবার জামাইষষ্ঠীর অবসরে, যখনই সুযোগ পেয়েছেন, বাবার সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন নিজেকে।
advertisement
9/10
কখনো পুজোর সাজে, পারিবারিক মুহূর্তে,কখনো আবার জামাইষষ্ঠীর অবসরে, যখনই সুযোগ পেয়েছেন, বাবার সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন নিজেকে।
কখনো পুজোর সাজে, পারিবারিক মুহূর্তে,কখনো আবার জামাইষষ্ঠীর অবসরে, যখনই সুযোগ পেয়েছেন, বাবার সঙ্গে ক্যামেরাবন্দি করেছেন নিজেকে।
advertisement
10/10
বর্তমানে আনন্দের জোয়ারে ভাসছেন অভিনেত্রী দেবলীনা কুমার। কিছুদিন আগেই নিজের জন্মদিন কাটিয়েছেন তিনি। স্বামী গৌরবের মিষ্টি উইশ মুগ্ধ করেছিল তাকে। এছাড়াও বেশ কয়েকদিন আগে বিবাহবার্ষিকীর আনন্দেও পারিবারিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরব-দেবলীনা জুটি।
বর্তমানে আনন্দের জোয়ারে ভাসছেন অভিনেত্রী দেবলীনা কুমার। কিছুদিন আগেই নিজের জন্মদিন কাটিয়েছেন তিনি। স্বামী গৌরবের মিষ্টি উইশ মুগ্ধ করেছিল তাকে। এছাড়াও বেশ কয়েকদিন আগে বিবাহবার্ষিকীর আনন্দেও পারিবারিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরব-দেবলীনা জুটি।
advertisement
advertisement
advertisement