আরও পড়ুন - আসানসোলে সেই অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া! প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির
রাজ্য সূত্রে খবর, নবান্নের নজর রয়েছে এখন বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের দিকে (Bengal Global Business Summit)। রাজ্য জুড়ে কত শিল্পপতিদের অংশগ্রহণ? কী ভাবে হবে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন? বিভিন্ন জেলার জুড়ে কী ভাবে আয়োজিত হবে? আগামী বুধবার তাই নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। প্রতিটি জেলার জেলাশাসক, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দফতরের আধিকারিক-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যসচিব (Bengal Global Business Summit)। এপ্রিল মাসের ২০, ২১ তারিখে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন হবে। বুধবারের বৈঠকেই বিজিবিএস-এর রূপরেখা প্রস্তুত করা হবে। দেশ-বিদেশ থেকে কোন শিল্পপতিরা আসবেন তার তালিকাও ঐ দিন করা হবে বলে নবান্ন সূত্রে খবর (Bengal Global Business Summit)।
advertisement
এ বারের বিজিবিএস-এর দিকে তাকিয়ে রয়েছে রাজ্য। সর্বত্রই রয়েছে তার প্রস্তুতি আগামী ২০ ও ২১ এপ্রিল এই বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) আয়োজন করা হবে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে বাংলার শিল্পের পালে আরও বেশি করে হাওয়া দিতে এই শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) যে মুখ্য ভূমিকা পালন করতে চলেছে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, এ বারে সম্মেলনে অন্তত ৩০টি দেশের প্রতিনিধিরা হাজির থাকতে পারেন। কথা রয়েছে, এ বারের সম্মেলন উদ্বোধন করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Bengal Global Business Summit)। তারই প্রস্তুতি রয়েছে চরমে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়