কয়েকটি দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠক করেন মুখ্যসচিব৷ সেখানে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজে যেন অবিলম্বে যুক্ত করা হয়, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন৷ সেখানেই কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া নিয়ে একাধিক বিষয়ে মত প্রকাশ করেন তিনি৷
advertisement
আরও পড়ুন: চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে খুন, বারুইপুরে নৃশংস কাণ্ড! জালে ১২
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
বৃহস্পতিবার জেলাশাসক ও সচিবদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিব বলেন, ‘‘আশা করেছিলাম দু’মাসের মধ্যে আমরা টাকা পেয়ে যাব। তবে ওরাঁ আবার আমাদের সময় দিয়েছে বৈঠকে যাওয়ার জন্য। দেখা যাক কী হয়।’’ জেলাশাসক সচিবদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন মুখ্য সচিব।
এ ছাড়াও বিভিন্ন দফতরকে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের অবিলম্বে যুক্ত করা নির্দেশ দেন তিনি। পূর্ত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর, স্কুল শিক্ষা-সহ বিভিন্ন দফতরে যাতে কাজে লাগানো হয় জব কার্ড হোল্ডারদের, তার জন্য এ দিনের বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের। পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের বিভিন্ন কাজে যুক্ত করার তৎপরতা নবান্নের।