TRENDING:

Bangla News: ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব

Last Updated:

Nabanna Meeting: ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা ক্রমশই বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে DVC সংলগ্ন জেলাগুলিতে জলস্তর বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ঝাড়খণ্ডে জল ছাড়া নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব।রাজ্যের ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে আজ সোমবার ছুটির দিনে জরুরি বৈঠক হবে নবান্নে। ইতিমধ্যেই DVC সংলগ্ন জেলাগুলিতে সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।  জল ছাড়ায় একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
নবান্ন। ফাইল ছবি।
নবান্ন। ফাইল ছবি।
advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা ক্রমশই বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে DVC সংলগ্ন জেলাগুলিতে জলস্তর বাড়ছে।

আরও পড়ুনঃ কলেজ মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! তুমুল চিৎকার-হাহাকারে সকাল শুরু অফিস পাড়ার

এ দিকে, আবহাওয়াও বিরূপ। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপরই পরিস্থিতির অবনতি হওয়ার বিষয় মাথায় রেখে ছুটির দিনে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।

advertisement

আজ গান্ধিজয়ন্তীর ছুটি। তা সত্ত্বেও সকাল সাড়ে দশ’টা থেকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সাত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের জরুরী বৈঠক করবেন মুখ্যসচিব। বৈঠকে ডাকা হয়েছে একাধিক দফতরের সচিবদেরও।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Somraj Bandyopadhyay 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: ৭ জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল