নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার মাত্রা ক্রমশই বাড়ছে। ডিভিসি ইতিমধ্যেই তাদের একাধিক জলাধার থেকে জল ছাড়ছে। ফলে DVC সংলগ্ন জেলাগুলিতে জলস্তর বাড়ছে।
আরও পড়ুনঃ কলেজ মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! তুমুল চিৎকার-হাহাকারে সকাল শুরু অফিস পাড়ার
এ দিকে, আবহাওয়াও বিরূপ। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপরই পরিস্থিতির অবনতি হওয়ার বিষয় মাথায় রেখে ছুটির দিনে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।
advertisement
আজ গান্ধিজয়ন্তীর ছুটি। তা সত্ত্বেও সকাল সাড়ে দশ’টা থেকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই সাত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের জরুরী বৈঠক করবেন মুখ্যসচিব। বৈঠকে ডাকা হয়েছে একাধিক দফতরের সচিবদেরও।
Somraj Bandyopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 10:20 AM IST