গণেশ চতুর্থী মানে ভগবান গণেশের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১১ দিন ধরে চলবে মহা ধুমধাম। ঘরে ঘরে তৈরি হবে ভগবান গণেশের প্রিয় মিষ্টি লাড্ডু আর মোদক।
আরও পড়ুন- উদ্বেগজনক বারাণসীর বন্যা পরিস্থিতি! লাইফ জ্যাকেট পরে ভেলায় চেপে জলে নামলেন যোগী!
advertisement
আরও পড়ুন- প্রয়াত কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধির মা! শেষকৃত্য সম্পন্ন হল ইতালিতেই
বুধবার, দেশজুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বিশেষ করে পশ্চিম ভারতে গণেশ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু নিজেদের বাড়ির পুজোই নয়, ঘটা করে সর্বত্রই আয়োজিত হয় গণপতির পুজো। করোনা অতিমারির কারণে মহারাষ্ট্র সহ দেশের অন্যত্র গত দুই বছর গণেশ চতুর্থীর জাঁকজমক অনেকটাই কম ছিল। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিল। তবে এবছর চেনা ছন্দে ফিরেছে মহারাষ্ট্র। সিদ্ধি বিনায়কের পুজোর উন্মাদনা এবার তুঙ্গে।