নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের মাধ্যমে যে বিনিয়োগগুলি রাজ্যে এসেছে, সেগুলির কাজ কতদূর এগিয়েছে, এদিন বিভিন্ন দফতরের আধিকারিকদের কাছ থেকে তা জানতে চাইবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাইরন 'তৃণমূলেরই লোক', কেন বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়, দিলেন ব্যাখ্যা
এদিনের বৈঠকের আগেই প্রতিটি সংশ্লিষ্ট দফতর এবং কয়েকজন জেলাশাসককে নিয়ে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। সূত্রের খবর, রাজ্যে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করা হচ্ছে নবান্নের তরফে। রাজ্যে তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের ধার ধরে কলকারখানা এবং বিভিন্ন সংস্থার ইউনিট স্থাপন নিশ্চিত করতে নির্দিষ্ট একটি নীতি নিয়ে আসতে চাইছে রাজ্য। মন্ত্রিসভা ছাড়পত্র দিলেই তার কার্যকর করা হবে।
advertisement
আরও পড়ুন: আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম থেকেই তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারীর
মূলত উত্তর-দক্ষিণ, কলকাতা-বারাণসী এবং খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যে বিনিয়োগ টানতে, একযোগে কাজ করবে ভূমি ও ভূমি সংস্কার, শ্রম,বিদ্যুৎ, শিল্পসহ ছটি দফতর। এলাকার বিনিয়োগকারীদের সুযোগ দিতেও বিশেষ পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই শিল্পে বিনিয়োগ টানতে বেশ কিছু নীতির সরলীকরণও করেছে রাজ্য। সব মিলিয়ে এদিনের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনের বৈঠককে পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, এই দিনের বৈঠক থেকে শিল্পে নতুন কোনও বিনিয়োগের ঘোষণাও হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়