বৃহস্পতিবার জট কাটাতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর্টিস্ট ফোরামের অন্য সদস্যরাও ৷ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন প্রযোজকরাও ৷ ছিলেন অরিন্দম শীল, শ্রীকান্ত মোহতারা ৷ বৈঠকে তথ্য ও সংস্কৃতি দফতরের কর্তারাও হাজির ছিলেন ৷ কলাকুশলীদের দাবি নিয়ে আলোচনা হয় বেশ কিছুক্ষণ ৷ সেই বৈঠকেই মিলল সমাধান ৷ হাসি ফুটল কলাকুশলীদের মুখে ৷
advertisement
ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা তৈরি না হয়, তার জন্য একটি কমিটিও গঠন করলেন মুখ্যমন্ত্রী ৷ জয়েন্ট কনসিলিয়েশন কমিটিতে রাখা হয়েছে সবপক্ষকে ৷ কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ কমিটির চেয়ারম্যান হচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতি মাসে বৈঠক করবে এই কমিটি ৷ খেয়াল রাখা হবে সব পক্ষেরই ৷
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগেই এযাত্রায় সমস্যার সমাধান হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন আর্টিস ফোরামের প্রধান সৌমিত্র চট্টোপাধ্যায় ৷