TRENDING:

মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট, কাল সকাল থেকেই শুরু সব সিরিয়ালের শ্যুটিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবেশেষে কাটল জট ৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই যাত্রায় মিটল সমস্যা ৷ শুক্রবার থেকে স্টুডিওপাড়ায় কাজ শুরু হবে , জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রযোজক ও আর্টিস্টদের টানাপোড়নে বন্ধ ছিল শ্যুটিং-এর কাজ ৷ প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও শুরু হবে সিরিয়ালের কাজ ৷ কলাকুশলীদের ৫-দফা দাবি যা অস্বীকার করেন প্রযোজকরা, সেই থেকেই শুরু জট ৷ বারে বারে দুপক্ষের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র ৷ এরপরই হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর ৷
advertisement

বৃহস্পতিবার জট কাটাতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে  ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর্টিস্ট ফোরামের অন্য সদস্যরাও ৷ মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন প্রযোজকরাও ৷ ছিলেন অরিন্দম শীল, শ্রীকান্ত মোহতারা ৷ বৈঠকে তথ্য ও সংস্কৃতি দফতরের কর্তারাও হাজির ছিলেন ৷ কলাকুশলীদের দাবি নিয়ে আলোচনা হয় বেশ কিছুক্ষণ ৷ সেই বৈঠকেই মিলল সমাধান ৷ হাসি ফুটল কলাকুশলীদের মুখে ৷

advertisement

ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা তৈরি না হয়, তার জন্য একটি কমিটিও গঠন করলেন মুখ্যমন্ত্রী ৷ জয়েন্ট কনসিলিয়েশন কমিটিতে রাখা হয়েছে সবপক্ষকে ৷  কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ কমিটির চেয়ারম্যান হচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতি মাসে বৈঠক করবে এই কমিটি ৷ খেয়াল রাখা হবে সব পক্ষেরই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগেই এযাত্রায় সমস্যার সমাধান হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন আর্টিস ফোরামের প্রধান সৌমিত্র চট্টোপাধ্যায় ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট, কাল সকাল থেকেই শুরু সব সিরিয়ালের শ্যুটিং