TRENDING:

Mamata Banerjee: ‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়

Last Updated:

এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ অত্যাধুনিক এই বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী কথায় উঠে এল লোকসভার প্রসঙ্গও৷
‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
advertisement

মিউজিয়াম তৈরিতে সাহায্য করার জন্য জাপান এবং আমেরিকাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই মিউজিয়াম আগামী দিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে বলেই মুখ্যমন্ত্রীর বিশ্বাস। তিনি বলেন,‘‘কখনও কখনও কোন কাজ ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কত টাকা খরচ হল আর কত জায়গায় হল সেটা বড় কথা নয়। এখানে আগামীদিনে অনেকে গবেষণা করতে আসবেন।’’

আরও পড়ুন: মিটিংয়ের কথা কেউ জানায়নি, ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক মমতা! জানালেন পরিকল্পনা

advertisement

মিউজিয়ামে নেতাজী ও গান্ধীজির মূর্তির কাজের প্রশংসা করে বলেন,‘‘রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বাবাসাহেব আম্বেদকরের মূর্তি এখানে চেয়েছি। আমরা চাই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আসুক। কোনও প্রবেশমূল্য নেওয়া হবে না। তারা এসে জানুক বাংলার ইতিহাস। বাংলার ভূমিকা দেশ স্বাধীন নিয়ে। হাতের মুঠোয় ইতিহাস নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের বাংলার সংস্কৃতি , সমাজ সংস্কার, নবজাগরণ এখানে আছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

নিজেদের শিল্প সংস্কৃতি নিয়ে গর্ববোধ করা উচিত সকলের, একথা মনে করিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন,‘‘আমরা আমাদের খালি সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না। আলিপুরে একটা মিউজিয়াম হয়েছে। বিধানসভার মিউজিয়াম আর একটা পালক জুড়ল। যারা দেশভাগ নিয়ে কু-কথা বলে, সুকথা বলে তাদের দেখতে বলব। বঙ্গভঙ্গ আমাদের হৃদয়ের নয়। তবে দুটি দেশ হয়েছে বটে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘সমালোচনা করি, নিজেদের গর্ব বোধ করি না’! বিধানসভা মিউজিয়ামের উদ্বোধনে আবেগতাড়িত মমতা বন্দোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল