TRENDING:

Mamata Banerjee: নতুন তিন মেডিক‍্যাল কলেজের পর এবার দু'শোর বেশি অ‍্যাম্বুলেন্স! চিকিত্‍সা ক্ষেত্রে বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

অ‍্যাম্বুলেন্সের পাশাপাশি মোবাইল ডেন্টাল ভ্যানও কেনার কথা জানালেন মমতা বন্দোপাধ‍্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বীরভূমের সিউড়ির সরকার সভায় রাজ‍্যে ৩ নতুন মেডিক‍্যাল কলেজের কথা ঘোষণা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এবার অ‍্যাম্বুলেন্স নিয়েও বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী। অ‍্যাম্বুলেন্সের পাশাপাশি মোবাইল ডেন্টাল ভ্যানও কেনার কথা জানালেন মমতা বন্দোপাধ‍্যায়।
নতুন তিন মেডিক‍্যাল কলেজের পর এবার দু'শোর বেশি অ‍্যাম্বুলেন্স! চিকিত্‍সাক্ষেত্রে বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর
নতুন তিন মেডিক‍্যাল কলেজের পর এবার দু'শোর বেশি অ‍্যাম্বুলেন্স! চিকিত্‍সাক্ষেত্রে বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর
advertisement

মুখ‍্যমন্ত্রীর কথায়, ৮ কোটি টাকা মূল্যের ২৫ টি অ্যাডভান্স লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স (এমপি ল্যাডের টাকায় কেনা) এবং রাজ্য সরকারের ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে কেনা দুটি মোবাইল ডেন্টাল ভ্যান যা পাঠানো হবে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল ও বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে।

আরও পড়ুন: রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা

advertisement

তিনি আরও বলেন, ‘‘রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের টাকায় এই অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। এর আগেও দু’শোর বেশি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। প্রায় ৬৭ কোটি টাকা রাস্তার কাজের জন্য দিয়েছি। সেই টাকাও রাজ্যসভার এমপিদের। আপনারা রাস্তায় যে অ্যাম্বুলেন্স দেখেন।

আগে কিছুই ছিল না।’’

সেইসঙ্গে মুখ‍্যমন্ত্রীর ঘোষণা, ‘‘পুলিশকে বলব উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রোগ্রামটা আবার তিন চারদিনের জন্য করতে। আমাদের এই থিম অন্যান্যরাও নকল করছে। আমি মনে করি ভাল জিনিস নকল করা ভাল।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেইসঙ্গে আগামীকাল মাতৃভাষা দিবস উপলক্ষ‍্যে বাংলাদেশকে অভিনন্দন জানান মুখ‍্যমন্ত্রী। শহীদদের শ্রদ্ধা জানালে মমতা বন্দোপাধ‍্যায়। পাশাপাশি তাঁর ঘোষণা, ‘‘রেলের যত প্রজেক্ট হয়েছে, মেট্রোর যত কাজ বাংলায় হয়েছে সব আমার সময়ে করা। আমি এই সবুজ ফ্ল্যাগ অনেক ধরেছি’’।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নতুন তিন মেডিক‍্যাল কলেজের পর এবার দু'শোর বেশি অ‍্যাম্বুলেন্স! চিকিত্‍সা ক্ষেত্রে বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল