Mamata Banerjee: রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা

Last Updated:

সরকারি পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। রবিবার বীরভূমের সিউড়িতে সরকারি সভায় একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ‍্যমন্ত্রী।

রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা
রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা
সিউড়ি: সরকারি পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। রবিবার বীরভূমের সিউড়িতে সরকারি সভায় একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ‍্যমন্ত্রী। প্রায় ৭২৩ কোটির প্রকল্প উদ্বোধন করা হল।
সিউড়ির প্রশাসনিক সভা থেকে মমতার ঘোষণা ৬ লক্ষ ৮০ হাজার ৮৭২ জনের কাছে সরাসরি সরকারি সাহায‍্য পৌঁছে যাবে। এদিন মুখ‍্যমন্ত্রী জানান, ৭২৩ প্রকল্প ৬১১ কোটি টাকায় দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি, এদিন তিনটি মেডিক‍্যাল কলেজের কথাও ঘোষণা করেন মুখ‍্যমন্ত্রী। তিনি জানান, ‘‘আজ এখান থেকে তিন মেডিক্যাল কলেজ উদ্বোধন করছি। তাম্রলিপ্ত, আরামবাগ ও বারাসতে মেডিক্যাল কলেজ করছি।’’
মেডিক‍্যাল কলেজের পাশাপাশি গড়ে তোলা হবে মুখ‍্যমন্ত্রীর ‘স্বপ্নের প্রকল্প’ বিশ্ববাংলা বিশ্ববিদ‍্যালয়। সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দোপাধ‍্যায়ের ঘোষণা, ‘‘ রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে খয়রাশোলে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের প্রকল্প। সেটার আজ উদ্বোধন করা হল। ৩১ একর জমির ওপর এটা তৈরি করা হয়েছে। পাশ্ববর্তী জেলার ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করতে পারবে।’’
advertisement
এদিন সভায় কেন্দ্রের ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বা ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, ‘‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন মানে কি রাষ্ট্রপতি শাসন? আমরা লড়ে নেব। কেন্দ্রের কাছে আর হাত পাতব না। তবে চ্যালেঞ্জ করবই। আমাদের টাকা তোমরা তুলে নিয়ে যেতে পারবে না।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: রাজ্যে নতুন ৩ মেডিক্যাল কলেজ উদ্বোধন মমতার! প্রচুর সরকারি সাহায্য, সিউড়ি থেকে বিরাট ঘোষণা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement