মঙ্গলবার জলপাইগুড়িতে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। দুর্যোগের মুখে বিপত্তি এড়াতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ারবেসে। সূত্রের খবর, কপ্টারের জরুরি অবতরণের ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে বাম পায়ে ও কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তৎপরতার সঙ্গে সেবক এয়ারবেসে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় । সেখান থেকে সড়কপথে মমতা বাগডোগরা রওনা হন এবং কলকাতার উদ্দেশে বিমান ধরেন।
advertisement
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
মুখ্যমন্ত্রীর বাকি চিকিৎসা কলকাতা পৌঁছনোর পর এসএসকেএম হাসপাতালে হয়। মমতা কলকাতায় পৌঁছান ৪.৩০ মিনিটে। বিকেল ৫:০৯-এ পৌঁছান৷ গাড়ি করে সোজাসুজি পৌঁছান এসএসকেএম হাসপাতালে। সেখানে পা ও কোমরে চোটের চিকিৎসা চলছে। উডবার্ন ব্লকের মধ্যেই এমআরআই ইউনিটয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসা করা হয় মমতা বন্দোপাধ্যায়ের।
আর এই প্রসঙ্গেই, মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে যখন আলিপুরের সিবিআই-এর বিশেষ আদালতের এজলাস থেকে আদালতের লক আপে নিয়ে যাওয়া হয়, তখন প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী আহতীকি বলবেন? পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।
ARPITA HAZRA