বুধবার হাই কোর্টে একটি বেআইনি নির্মাণ মামলায় পুরসভা এবং পঞ্চায়েতগুলির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত লোকাল, লাইন থেকে ছিটকে গেল চলন্ত ট্রেনের পাঁচটি কামরা
বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “নির্মাণের উপর নজরদারি কোথায়? বেআইনি ভাবে জলাশয় বন্ধ করে তার উপর নির্মাণ করা হচ্ছে। তার পরেও চুপ? এলাকায় কোনও নির্মাণ হলে পুরসভা এবং পঞ্চায়েতের তা পরিদর্শন করা উচিত। কী ভাবে বিল্ডিং গড়ে উঠছে তা দেখা উচিত।”
advertisement
আরও পড়ুন: জানেন কি প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় কারও নামের শুরুটা! জেনে নিন সহজ ফর্মুলা
প্রধান বিচারপতির টি এস শিবাজ্ঞনম বলেন, “পশ্চিমবঙ্গে বিল্ডিং ভেঙে পড়া খুবই স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আজকেও হেডলাইন দেখলাম বিল্ডিং ভেঙে পড়ছে। নজরদারির অভাব রয়েছে। বিল্ডিং প্ল্যান অনুযায়ী নির্মাণ করা দরকার। বিল্ডিং প্ল্যান না থাকলে পুরো নির্মাণকেই বেআইনি বলতে হবে।”