পাশাপাশি এদিন দমদমে একটি নামী রেস্তোরাঁতে হানা
দিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর পচা খাবার ৷ রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন ৷
অভিযান চলাকালীন পুর আধিকারিকদের সামনেই খাবারের মান নিয়ে ক্ষোভপ্রকাশ ত্রেতার। রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পুরসভা।
আরও পড়ুন: এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের
এর আগে ভাগাড়কাণ্ডের জেরে কাটা মুরগির মাংস বিক্রি উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা ৷ বরফ দিয়ে বা রেফ্রিজারেটরেও কাটা মাংস সংরক্ষণ করা যাবে না। নিষেধাজ্ঞা জারি করে পুরসভা। নিউমার্কেট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, এন্টালির মতে পুরসভার ৪৬ বাজারে জারি হচ্ছে এই নিষেধাজ্ঞা। ধরা পড়লে লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্রেতাদের ক্রেতার সামনেই মুরগি কাটার পরামর্শ দিচ্ছে পুরসভা। একইসঙ্গে ক্রেতাদেরও সচেতন হতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভাগাড় কারবারের জেরে ৪৬টি বাজারে কাটা মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি