কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহেই এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ মামলার রায় দান ছিল বিশেষ ইডি আদালতে। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত করা হয় ইডির তরফে।
চার্জশিট জমা পড়ার পর আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। জামিন খারিজ করে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহে শুনানি শেষ হয়েছে। বুধবার শুরুতেই বিচারক জানতে চাইলেন, কোথায় অভিযুক্ত? এরপরই কোর্টে আসেন চন্দ্রনাথ সিনহা।
advertisement
এরপরই বিচারক বলেন, ”আমি মনে করি না, ইডি হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। নির্দিষ্ট দিন ধার্য করা থাকবে। ওই দিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে ইডি।” এরপরই আদালত জানিয়ে দেয়, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। একই সঙ্গে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন অব্যাহত রইল।
সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এও নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনে পরবর্তী সময়েও আবার ডাকা যেতে পারে চন্দ্রনাথকে ৷ শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিট জমা দিতে এত দেরি কেন হল? একইসঙ্গে মন্ত্রীর নথি দাখিল করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও জানতে চাওয়া হয় ৷