TRENDING:

Chandranath Sinha: প্রাথমিকে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়েছিল ইডি, আদালত যা নির্দেশ দিল, পুজোর আগে বিরাট স্বস্তি! কোন মন্ত্রী জানেন?

Last Updated:

Chandranath Sinha: চার্জশিট জমা পড়ার পর আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আদালতের বড় নির্দেশ
আদালতের বড় নির্দেশ
advertisement

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহেই এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ মামলার রায় দান ছিল বিশেষ ইডি আদালতে। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত করা হয় ইডির তরফে।

চার্জশিট জমা পড়ার পর আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। জামিন খারিজ করে তাকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল ইডি। গত সপ্তাহে শুনানি শেষ হয়েছে। বুধবার শুরুতেই বিচারক জানতে চাইলেন, কোথায় অভিযুক্ত? এরপরই কোর্টে আসেন চন্দ্রনাথ সিনহা।

advertisement

আরও পড়ুন: ‘এসএসসি-র সিদ্ধান্ত ভুল!’ এসএসসি পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! অনেকের জন্য ‘দরজা’ খুলে দিল আদালত

এরপরই বিচারক বলেন, আমি মনে করি না, ইডি হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। নির্দিষ্ট দিন ধার্য করা থাকবে। ওই দিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে জিজ্ঞাসাবাদ করবে ইডি।এরপরই আদালত জানিয়ে দেয়, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিনহাকে। একই সঙ্গে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন অব‍্যাহত রইল।

advertisement

সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এও নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনে পরবর্তী সময়েও আবার ডাকা যেতে পারে চন্দ্রনাথকে ৷ শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিট জমা দিতে এত দেরি কেন হল? একইসঙ্গে মন্ত্রীর নথি দাখিল করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও জানতে চাওয়া হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chandranath Sinha: প্রাথমিকে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়েছিল ইডি, আদালত যা নির্দেশ দিল, পুজোর আগে বিরাট স্বস্তি! কোন মন্ত্রী জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল