TRENDING:

Netaji Family: নেতাজির নাতিকে SIR নোটিস! চন্দ্র কুমার বসুর পরিবারকে হিয়ারিংয়ে ডাকল কমিশন

Last Updated:

Netaji Family: চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন(এসআইআর)-এর শুনানি প্রক্রিয়া৷ এবার হিয়ারিং প্রক্রিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু এবং তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন(এসআইআর)-এর শুনানি প্রক্রিয়া৷ এবার হিয়ারিং প্রক্রিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু এবং তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্র কুমার বসু-সহ মোট পাঁচজন রয়েছেন তাঁর পরিবারের।
নেতাজির নাতিকে SIR নোটিস! চন্দ্র কুমার বসুর পরিবারকে হিয়ারিংয়ে ডাকল কমিশন
নেতাজির নাতিকে SIR নোটিস! চন্দ্র কুমার বসুর পরিবারকে হিয়ারিংয়ে ডাকল কমিশন
advertisement

চন্দ্রকুমার বসু এবং তাঁর পরিবারের পাশাপাশি প্রাক্তন মুখ্য সচিবকেও শুনানির নোটিস দিল নির্বাচন কমিশন৷ অশোক মোহন চক্রবর্তীর বাড়িতে আজ নোটিশ দিতে যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং করা নেই তার নাম। বাকিদের মতোই শুনানি পর্বে অংশ নিতে হবে তাকে।

আরও পড়ুন: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

advertisement

এই নিয়ে একাধিক বিশিষ্ট জনের বাড়িতেই গেল এসআইআর নোটিস৷ ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) হেয়ারিংয়ের জন্য নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিস অনুযায়ী আজ তাঁর হাজিরার দিন ধার্য করা হয়েছিল। নিয়ম অনুযায়ী হাজিরা দিলেন অমর্ত্য সেনের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরেই ধামাকা! একই রাশিতে পাঁচ গ্রহের মিলন, শুভ যোগে খুলে যাবে ৪ রাশির সৌভাগ্যের বন্ধ দরজা, শুরু হবে গোল্ডেন টাইম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোটেননি চাকরির পিছনে, বিএড পাশ করেও পেশা চাষবাস! এই প্রবীণ সাহিত্যিক জ্ঞানের ভাণ্ডার
আরও দেখুন

গত শুক্রবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে পৌঁছন নির্বাচন কমিশনের তিনজন আধিকারিক। জানা গিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই কারণে তাঁর বাড়িতেই এসআইআর-এর হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়৷ হিয়ারিং চলাকালীন অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা এসআইআর-এর হেয়ারিং সম্পন্ন করবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Netaji Family: নেতাজির নাতিকে SIR নোটিস! চন্দ্র কুমার বসুর পরিবারকে হিয়ারিংয়ে ডাকল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল