চন্দ্রকুমার বসু এবং তাঁর পরিবারের পাশাপাশি প্রাক্তন মুখ্য সচিবকেও শুনানির নোটিস দিল নির্বাচন কমিশন৷ অশোক মোহন চক্রবর্তীর বাড়িতে আজ নোটিশ দিতে যাবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং করা নেই তার নাম। বাকিদের মতোই শুনানি পর্বে অংশ নিতে হবে তাকে।
advertisement
এই নিয়ে একাধিক বিশিষ্ট জনের বাড়িতেই গেল এসআইআর নোটিস৷ ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) হেয়ারিংয়ের জন্য নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিস অনুযায়ী আজ তাঁর হাজিরার দিন ধার্য করা হয়েছিল। নিয়ম অনুযায়ী হাজিরা দিলেন অমর্ত্য সেনের পরিবারের সদস্যরা।
গত শুক্রবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাসভবনে পৌঁছন নির্বাচন কমিশনের তিনজন আধিকারিক। জানা গিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেই কারণে তাঁর বাড়িতেই এসআইআর-এর হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়৷ হিয়ারিং চলাকালীন অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা এসআইআর-এর হেয়ারিং সম্পন্ন করবেন।
