TRENDING:

নিজে সেরিব্রাল পলসিতে আক্রান্ত, এবার বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখার দাবিতে সোচ্চার জিজা ঘোষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এর আগে বহু দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। অধিকার আদায়ে প্রথা ভেঙেছেন। এবার আরও এক গুরুত্ব দায়িত্ব জিজা ঘোষের ওপর। রাজ্যের সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে বুথে নিয়ে আসার চ্যালেঞ্জ। লোকসভা ভোটে নির্বাচন কমিশনের ব্রান্ড অ্যাম্বাসাডর জিজা।
advertisement

সেরিব্রাল পলসিতে আক্রান্ত হোন বা অন্য কোনও প্রতিবন্ধকতা? তাতে ভোট দেওয়া আটকাবে কেন? হাজার হোক এটা তো আপনার গণতান্ত্রিক অধিকার। এই প্রশ্ন তুলেই ভোটারদের কাছে পৌঁছবেন জিজা ঘোষ।

জিজা কলকাতার খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষিকা

-সেরিব্রাল পলসিতে আক্রান্ত মহিলা হিসাবে প্রথম সন্তান দত্তক নেওয়ার দৃষ্টান্ত

-বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সুবিধা দিতে সুপ্রিম কোর্টে মামলা করেন

advertisement

-বিমানে উঠতে না দেওয়ায় মামলা লড়েন

-সেই মামলায় বিমানসংস্থাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত

সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা বহুদিন ধরেই অলিখিত ব্রান্ড অ্যাম্বাসাডরের ভূমিকায়। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অধিকার আদায়ে পথ দেখিয়েছেন। তবে এবার সরকারিভাবে তিনি নির্বাচন কমিশনের ব্রান্ড অ্যাম্বাসাডর। রাজ্য নির্বাচন কমিশনের পাঠান প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

advertisement

শারীরিক সমস্যা। তার ওপর বুথেও প্রয়োজনীয় ব্যবস্থা থাকে না। তাই ভোটে দিতে বুথে যেতেই অনীহা বিশেষ চাহিদা সম্পন্নদের। সম্প্রতি অবশ্য অবস্থা বদলানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

-ভোটারদের ২.৯ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন

-এদের বুথে আনতে উদ্যোগী কমিশন

-বুথে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার আশ্বাস দেওয়া হয়েছে

-সেই তথ্যই তুলে ধরবেন জিজা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জীবনের কঠিনতম মিশনও হেলায় উতরেছেন। এবারও চ্যালেঞ্জ জিতে আরও এক ধাপ এগোনোর অপেক্ষা

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিজে সেরিব্রাল পলসিতে আক্রান্ত, এবার বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখার দাবিতে সোচ্চার জিজা ঘোষ