TRENDING:

Cenrral team in West Bengal: নজরে মিড ডে মিলের মান, ফের রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল

Last Updated:

সম্প্রতি মিড ডে মিলের খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। বিশেষত মালদহের চাঁচলে মিড ডে মিলের খাবার নিয়েও অভিযোগ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মিড ডে মিল নিয়ে রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল। রাজ্যে ফের কেন্দ্রীয় দল। মিড ডে মিল বণ্টন ঠিক মতো হচ্ছে কি না, তা দেখতেই রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল।৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় পরিদর্শন করার কথা জয়েন্ট রিভিউ মিশনের অধীনে থাকা এই প্রতিনিধি দলের।
মিড ডে মিল নিয়ে রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল।
মিড ডে মিল নিয়ে রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল।
advertisement

সূত্রের খবর, মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরসূচি পাঠানো হয়েছে রাজ্যকে।তাতে জানানো হয়েছে আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় এই প্রতিনিধি দল পরিদর্শন করবে। এই প্রতিনিধি দলে একদিকে যেমন পুষ্টি বিশেষজ্ঞ রয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিনিধি রয়েছেন তেমনি রাজ্য স্কুল শিক্ষা দফতরের কমিশনার পর্যায়ের আধিকারিকরাও রয়েছেন। বিভিন্ন জেলাগুলিকে এই জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দলকে সহযোগিতা করার জন্য নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

advertisement

আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো থেকে পদযাত্রায় যোগ, উত্তর-পূর্বে ফের প্রচারে মমতা

প্রসঙ্গত গত ২০ জানুয়ারি থেকে মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদের পরিদর্শন করার কথা ছিল বিভিন্ন জেলায় জেলায়। রাজ্যের তরফে জয়েন্ট রিভিউ মিশনের জন্য কোন কোন আধিকারিক থাকবেন সেই তালিকাও পাঠানো হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কে। কিন্তু তারপরও জয়েন্ট রিভিউ মিশনের অধীনে প্রতিনিধিদল রাজ্যে পরিদর্শনে এখনও না আসয় চর্চাও শুরু হয়েছিল।

advertisement

যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছিল মিড ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনে প্রতিনিধিদলের রাজ্যে আপাতত পরিদর্শনে না এলেও খুব শীঘ্রই আসবেন বলে দাবি করা হয়েছিল।তবে কেন্দ্রীয় দল আসার আগেই মিড ডে মিল নিয়ে জরুরি ভিত্তিতে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। রাজ্যের বিভিন্ন স্কুলে স্কুলে মিড ডে মিল নিয়ে কোনও অভাব অভিযোগ রয়েছে কি না. তা খতিয়ে দেখতে ব্লক ধরে ধরে বিভিন্ন স্কুলে স্কুলে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে চিঠিও দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

advertisement

জানা গেছে সেই চিঠিতে বলা হয়েছে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক, সাব-ইন্সপেক্টর, অ্যাডিশনাল ইন্সপেক্টর রাংকের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করবেন।প্রত্যেকদিনের রিপোর্ট আপলোড করতে হবে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে দেওয়া ওয়েবসাইটে। ১৯ জানুয়ারির মধ্যেই পরিদর্শনের কাজ শেষ করার কথা বলা হয়েছিল। তবে সেই পরিদর্শন এখনও চালিয়ে যেতে বলা হয়েছে বলেই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: বাজেট অধিবেশনে শাসক- বিরোধীর 'আস্থা' অর্জনই আসল চ্যালেঞ্জ নতুন রাজ্যপাল আনন্দ বোসের

সম্প্রতি মিড ডে মিলের খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। বিশেষত মালদহের চাঁচলে মিড ডে মিলের খাবার নিয়েও অভিযোগ উঠেছে। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় দলকে সব রকম ভাবে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।এর সঙ্গে পরিদর্শন করাকালীন মিড ডে মিল নিয়ে যদি কোনও সমস্যা নজরে আসে তা অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্যকে যে চিঠি পাঠিয়েছে সেখানে মিড ডে মিল নিয়ে ১৬ দফা বিষয় নিয়ে পরিদর্শন করার কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে মিড ডে মিলের কেমন ভাবে টাকা দেওয়া হয় স্কুল গুলিকে সেই প্রসঙ্গ পাশাপাশি রয়েছে মিড ডে মিলে জন্য কি রকম পরিকাঠামো রয়েছে বিভিন্ন জেলার ব্লকে ব্লকে তাও খতিয়ে দেখবে এই কেন্দ্রের দল।

এরই সঙ্গে মিড ডে মিলের জন্য ব্যবহৃত খাদ্যদ্রব্য কোথা থেকে আসছে কি উপায় তা স্কুলগুলিকে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার কথা এই কেন্দ্রীয় দলের। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব ইতোমধ্যেই এই বিষয় নিয়ে বিভিন্ন জেলাগুলিকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই বৈঠকেই কেন্দ্রীয় দলের সঙ্গে কিভাবে সহযোগিতা করতে হবে গোটা বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানা গেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে আপাতত কেন্দ্রীয় দলের আগে রাজ্য চায় গোটা বিষয়টি পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট নিয়ে নিতে। যদিও সাম্প্রতিক সময় মিড ডে মিল নিয়ে নজরদারির জন্য গোটা রাজ্যজুড়ে পরিদর্শনের নজির কার্যত নেই বলেই বলছে প্রশাসনিক মহল। কেন্দ্রীয় দল আসার আগেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে পরিদর্শন এর সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cenrral team in West Bengal: নজরে মিড ডে মিলের মান, ফের রাজ্য়ে আসছে কেন্দ্রীয় দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল