TRENDING:

Central Team: গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যের ১০ জেলায় ফের কেন্দ্রীয় দল

Last Updated:

Central Team : পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলা পরিদর্শন করবে এই কেন্দ্রীয় দল। চলতি সপ্তাহেই পরিদর্শনে আসার কথা এই কেন্দ্রীয় দলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। রাজ্যের ১০ জেলায় এই কেন্দ্রীয় দল পরিদর্শন করবে বলেই নবান্ন সূত্রে খবর। গ্রামীণ আবাস যোজনা নিয়ে কিছু অভিযোগ ফের রাজ্যের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই কেন্দ্রীয় দলের পরিদর্শন বলেই নবান্ন সূত্রে খবর। পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার-সহ কয়েকটি জেলা পরিদর্শন করবে কেন্দ্রীয় দল গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে। এর আগেও গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল। শুধু তাই নয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সুপারিশ মেনে রাজ্য গ্রামীণ আবাস যোজনার প্রাপকদের তালিকা থেকে একাধিক নাম বাদও দিয়েছে।
গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল ( ফাইল ছবি )
গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল ( ফাইল ছবি )
advertisement

তবে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দিলেও এখনও টাকা রিলিজ করেনি।যা নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর চলছে। শুধু তাই নয় কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সুপারিশ মেনে অ্যাকশন টেকন রিপোর্ট পাঠানো হলেও তার পরেও কেন্দ্র টাকা ছাড়ছে না বলে অভিযোগ রাজ্যের।

advertisement

নবান্ন সূত্রে খবর, এই অ্যাকশন টেকন রিপোর্ট পাঠানোর প্রেক্ষিতে কতটা যুক্তিসঙ্গত কাজ হয়েছে তা দেখতেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের এই প্রতিনিধি দল রাজ্যে আসছে। অর্থাৎ এই অ্যাকশন টেকন রিপোর্টের সঙ্গে সামগ্রিকভাবে কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতেই এই কেন্দ্রীয় দল আসছে বলেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতরকে।

advertisement

আরও পড়ুন : রাজ্যে মিলছে বহুমূল্যের প্রত্নতাত্ত্বিক ইতিহাস, তার পাচার রুখতে জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ নবান্নের

চলতি সপ্তাহের শেষের দিক থেকেই এই দল পরিদর্শন করতে আসার কথা বলেই সূত্রের খবর। প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বুধবার থেকেই ধর্না কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রণার মধ্যে গ্রামীণ আবাস যোজনা টাকাও কেন্দ্র দিচ্ছে না এই প্রসঙ্গ উল্লেখ করা থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা কর্মসূচির আগেই ফের কেন্দ্রীয় দল রাজ্যে আসা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন :  বন্ধু বিনে প্রাণ বাঁচে না...আরিফের থেকে দূরে মনের কষ্টে চিড়িয়াখানায় খাওয়াদাওয়া ছাড়ল তাঁর প্রিয় সারস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশেষত যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুদিন ব্যাপী ধর্না কর্মসূচি করবেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকার পাশাপাশি ১০০ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্পেও কেন্দ্র টাকা দিচ্ছে না বলে একাধিকবার সরব হয়েছে রাজ্য। সম্প্রতি ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়েও রাজ্যের কয়েকটি জেলায় কেন্দ্রীয় দল পরিদর্শন করেছে। বিশেষত জব কার্ড সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই রাজ্যের পাঁচটি জেলায় পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল। আর এবার ফের রাজ্যে গ্রামীণ আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দল আসার সিদ্ধান্তে ফের কেন্দ্র - রাজ্য চাপানউতোর শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Team: গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যের ১০ জেলায় ফের কেন্দ্রীয় দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল