TRENDING:

Nabanna: ১০০ দিনের কাজ পর্যবেক্ষেণে রাজ্যে কেন্দ্রীয় দল, ১২ জেলায় পরিদর্শন

Last Updated:

কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব চিঠি দিয়েছে নবান্নকে। নবান্নের তরফে জেলাগুলির প্রশাসনকে কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বঙ্গে ফের কেন্দ্রীয় দল। এবার ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে পরিদর্শন করতে এ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। বিষয়টি নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব। চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের ১২ জেলায় পরিদর্শন সারবে 'ন্যাশনাল লেবেল মনিটরিং' দল। নবান্ন সূত্রে খবর, শুধু এ রাজ্য নয়,আরও ২৫টি রাজ্যে পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশও।
নবান্ন
নবান্ন
advertisement

নবান্ন সূত্রের খবর, এ রাজ্যের পূর্ব বর্ধমান, নদিয়া,মুর্শিদাবাদ,মালদহ, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান--- এই ১২ জেলায় পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। তবে শুধু ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা নিয়েও এই দল পরিদর্শন সারবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: 'মিড ডে মিল'-এর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর! ট্যুইটে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

এর আগেও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রীয় দল। যদিও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকা এখনও রাজ্যকে দেওয়া হয়নি বলে বারবার সড়ক হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের জন্য ৬২০০ কোটি টাকা পায় রাজ্য। এ কথা বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে আসায় বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২

১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকা না পেলেও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাজ্য টাকা পেয়েছে রাজ্য। তাই সে দিক থেকে মনে করা হচ্ছে, এই কেন্দ্রীয় দলের পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে পরিদর্শন করছে কেন্দ্রীয় দল। রাজ্যের ১০টি জেলায় পরিদর্শনের কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছেন।

advertisement

পাশাপাশি, মিড ডে মিল নিয়েও শুক্রবার থেকে কেন্দ্রীয় দল পরিদর্শন শুরু করবে বলে জানা গিয়েছে। তারপরেই রাজ্যের ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে ও কেন্দ্রীয় দল পরিদর্শন করা শুরু করবে বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছে রাজ্য প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: ১০০ দিনের কাজ পর্যবেক্ষেণে রাজ্যে কেন্দ্রীয় দল, ১২ জেলায় পরিদর্শন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল