সিবিআই সূত্রের খবর, উচ্চপদস্থ অফিসারদের নিয়েই তৈরি হচ্ছে বগটুই কাণ্ডের তদন্তকারী টিম। ইতিমধ্যেই বীরভূম জেলার পুলিশ সুপারকে ইমেল করা হয়েছে সিবিআই-এর তরফে। তাতে এফআইআর-এর কপি সহ সমস্ত নথি, এখনও পর্যন্ত তদন্তে প্রাপ্ত প্রমাণাদি সহ যাবতীয় কিছু তুলে দিতে আবেদন করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে পুরোদমে বগটুই কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
এই পরিস্থিতিতে সিবিআইকে তদন্তে সব রকম সহযোগিতার বার্তা দিয়েছে শাসক দল তৃণমূল। যদিও শাসক দলের দাবি, অতীতে বহু তদন্তের দায়িত্ব সিবিআই নিলেও তার ন্যায়বিচার এখনও পাওয়া যায়নি। বগটুই কাণ্ডেও তেমন হলে প্রতিবাদ করবে শাসক দল। রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ''সিবিআই আর আলাদা কী করবে আমি জানি না। সিট তো তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। কোর্টই আগে সিবিআইকে বলেছিল ‘তোতাপাখি’। আদালত বলেছে যখন, তখন আর এ নিয়ে কী বলব।''
আরও পড়ুন: মারাত্মক অভিযোগ, বগটুই কাণ্ডে আনারুলকে গ্রেফতারের নির্দেশ মমতার! কে এই আনারুল?
প্রসঙ্গত, যত দ্রুত সম্ভব সিবিআই-কে বগটুই গ্রামে যাওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ প্রাথমিক তদন্তের পর আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ তবে তদন্তের নিরেপক্ষতা বজায় রাখতে হাইকোর্টের নজরদারিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ রামপুরহাট কাণ্ডে আগেই কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি গোটা গ্রাম সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।