কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাতেই অভিষেককে তলব করা হয়েছে বলে খবর৷ গতকালই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির কোনও বাধা নেই৷ এই রায়কে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ৷ যদিও জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
advertisement
এই মুহূর্তে নবজোয়ার যাত্রায় বাঁকুড়া জেলায় রয়েছেন অভিষেক৷ সিবিআই নোটিসের কথা নিজেই এ দিন সাংবাদিকদের জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তিনি আরও জানিয়েছেন, সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নবজোয়ার যাত্রা স্থগিত রেখে আজ রাতেই কলকাতায় ফিরছেন তিনি৷ কারণ কাল সকালে নবজোয়ার যাত্রার কর্মসূচি ছেড়ে তাঁর পক্ষে সকাল এগারোটার মধ্যে সিবিআই দফতরে পৌঁছন সম্ভব নয়৷ আগামী ২১ মে পর্যন্ত নবজোয়ার যাত্রা স্থগিত থাকছে৷
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই মামলার সূত্রেই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
অভিষেক অবশ্য এই নবজোয়ার যাত্রার শুরুতে জানিয়েছিলেন, টানা দু মাস এই জনসংযোগ যাত্রায় ঘুরবেন তিনি৷ একদিনের জন্যও বাঁকুড়ায় ফিরবেন না তিনি৷ তবে গতকালই হাইকোর্টের নির্দেশের পরই অভিষেক জানান, কেন্দ্রীয় এজেন্সি ডাকলে তিনি ফিরে যাবেন৷ এর পরেই আজ দুপুরে সিবিআই-এর নোটিস পান অভিষেক৷
সিবিআই নোটিস পাওয়ার পরই নিজের আজকে কর্মসূচি কাঁটছাঁট করছেন অভিষেক৷ বাঁকুড়ার পাত্রসায়রে জনসভা করেই সম্ভবত কলকাতায় ফিরবেন তিনি৷ আগামী ২২ মে বাঁকুড়ারই সোনামুখী থেকে ফের জনসংযোগ যাত্রা শুরু করবেন তিনি৷
তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের নবজোয়ার যাত্রায় ছন্দপতন ঘটাতেই ইচ্ছে করে তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ কণাল ঘোষ বলেন, অভিষেক আগেও কেন্দ্রীয় এজেন্সির ডাকে হাজিরা দিয়েছেন, এবারেও গিয়ে সব প্রশ্নের জবাব দেবেন৷