TRENDING:

Teacher Recruitment Scam: বাপ্পাদিত্য দাশগুপ্ত আর দেবরাজ চক্রবর্তী! নিজাম প্যালেসে ডেকে দুই নেতাকেই জিজ্ঞাসাবাদ..হঠাৎ কেন?

Last Updated:

সিবিআই সূত্রে খবর, দুজনকেই বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়। মূলত, প্রশ্ন করা হয়, কেন তাঁদের বাড়িতে অ্যাডমিট কার্ড বা রেকমেন্ডেশন লেটার ছিল? বায়োডেটাই বা কেন রাখা হয়েছিল? কাদের কোথায় রেকমেন্ডেশন করেছিলেন তাঁরা? কার নির্দেশে সেগুলি করা হয়ে ছিল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব করা হল ব্যাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে। বৃহস্পতিবার দুই নেতাকে তলব করা হয়৷ এর আগে এই দুই নেতার বাড়ি তল্লাশি করেছিল সিবিআই।
advertisement

সিবিআই সূত্রের খবর, বাপ্পাদিত্যের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, রেকমেন্ডেশন লেটার সহ নিয়োগ সংক্রান্ত ১০০ পাতার নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে তল্লাশিতে মিলেছিল এসএসসি ও প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত।

২০২৩ সালে, ৩০ নভেম্বর, টানা তল্লাশির পরে ওই নথিগুলি সিবিআই উদ্ধার করেছিল বলে জানা গিয়েছে। কেন কোনও কাউন্সিলারের বাড়িতে অ্যাডমিট কার্ড, রেকমেনডেশন লেটার, এসএসসি ও প্রাইমারি নিয়োগ সংক্রান্ত নথি থাকবে, তার উত্তর খুঁজছে সিবিআই।

advertisement

আরও পড়ুন: মেঝেয় পড়ে নিথর দেহ..পাশের চেয়ারে ওষুধের স্ট্রিপ! গড়ফায় মহিলার মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর তেঘরিয়ার বাড়িতে তল্লাশি করে নিয়োগ সংক্রান্ত নথি ও ট্রান্সফার সংক্রান্ত নথি উদ্ধার করেছিল সিবিআই।

দেবরাজের বাড়িতেও ২০২৩ সালের ৩০ নভেম্বর তল্লাশি করেছিল সিবিআই। আর এবার সেই নথির সূত্র ধরেই সিবিআই, বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীকে নিজাম প্যালেসে তলব করেছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ১৬ এপ্রিলই কি শুরু হচ্ছে লোকসভা নির্বাচন? দিল্লির বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল, যা জানাল নির্বাচন কমিশন

সিবিআই সূত্রে খবর, দুজনকেই বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়। মূলত, প্রশ্ন করা হয়, কেন তাঁদের বাড়িতে অ্যাডমিট কার্ড বা রেকমেন্ডেশন লেটার ছিল? বায়োডেটাই বা কেন রাখা হয়েছিল? কাদের কোথায় রেকমেন্ডেশন করেছিলেন তাঁরা? কার নির্দেশে সেগুলি করা হয়ে ছিল?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment Scam: বাপ্পাদিত্য দাশগুপ্ত আর দেবরাজ চক্রবর্তী! নিজাম প্যালেসে ডেকে দুই নেতাকেই জিজ্ঞাসাবাদ..হঠাৎ কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল