TRENDING:

Coal Scam: নজরে ইটভাটা, হাজির হতে ফের তৃণমূল বিধায়ককে নোটিশ সিবিআই-এর! এবার কি আসবেন?  

Last Updated:

Coal Scam: কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআইয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : কয়লাকাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ফের নোটিশ সিবিআইয়ের। আগামী ১৫ জুন বুধবার নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বার তাঁকে তলব করা হল। কয়লাকাণ্ডে এর আগে শওকতকে নোটিশ দিয়েছিল সিবিআই। কিন্তু তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আসেনি বলে চিঠি দেন ও মেইল করেন।
ফের শওকত মোল্লাকে ডাক
ফের শওকত মোল্লাকে ডাক
advertisement

আগামী ১৫ জুন তিনি আসবেন কিনা তা আইনি পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন। শওকত মোল্লা জানান, "নোটিস অনুসারে আইনি পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেব। "  কয়লাপাচারকাণ্ডে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান। কারণ ইটভাটা এলাকায় যে কয়লা আসত সেগুলো বেআইনি আর্থিক লেনদেন সম্পর্কে জানার জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে তিনি আসেননি। তাই দ্বিতীয় বার তাঁকে নোটিসের পর তিনি আসেন কিনা, সেটাই এখন দেখার। কারণ তিনি জানিয়েছিলেন তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি সহযোগিতা করবেন।

advertisement

আরও পড়ুন: অবরোধ করবেন না, পয়গম্বর বিতর্কে থানায় অভিযোগ জানাতে পরামর্শ মমতার

সেক্ষেত্রে তিনি আগামী বুধবার আসেন কিনা সেটাই দেখার। এর আগে ২৭ মে শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল । সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে কয়লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ইটভাটা সহ বিভিন্ন জায়গায় যেত।  ফলে শওকতের এলাকায় ঢুকলে সেই ব্যাপারে তিনি জানতেন কিনা? বেআইনি আর্থিক লেনদেন বিষয়ে কী কী জানেন তিনি?ইটভাটা এলাকায় ওই কয়লা কোথায় কোথায় কি কাজে লাগত? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: আদালতে হাততালি, তর্কাতর্কি! রোদ্দুর রায়ের পুলিশ হেফাজত, তারিখ জানিয়ে দিলেন বিচারক

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সিবিআই সূত্রে খবর, তাঁকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের যাবতীয় নথি নিয়ে আসাতে বলা হয়েছিল । যদি তিনি কোনো কোম্পানি সঙ্গেও যুক্ত থাকেন তাহলে সেটাও নিয়ে আসতে বলা হয়েছিল সিবিআই সূত্রে খবর। প্রথম নোটিসে শওকত মোল্লা হাজির হননি নিজাম প্যালেসে। কারণ পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠক থাকায় তিনি হাজির হতে পারেননি। এবারে দ্বিতীয় নোটিসে তিনি হাজির হন কিনা নিজাম প্যালেসে, সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Coal Scam: নজরে ইটভাটা, হাজির হতে ফের তৃণমূল বিধায়ককে নোটিশ সিবিআই-এর! এবার কি আসবেন?  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল